Saturday 23 April 2022

বিন্দুতে সিন্ধুঃ অনুপ্রেরণা ও উৎসাহের স্ফুরণ - ক


শুরু যদি না-ই করি,
সব কাজ লাগে ভারী।


আজ যদি হেরে যাও, নও তুমি ব্যর্থ
সফলতা কাল পাবে, এই তার অর্থ


সে মেধাবী
সফলও
কিন্তু তার চরিত্র?!


আঁধার যতই হোক না কালো
                                  হোক না যতই ভয়ের রাত,
বিদায় তারে হবেই নিতে
                                 আসবে আলোর সুপ্রভাত।


আমার মনে হয় –
অভাব-অভিযোগ আর ব্যর্থতা একই আধুলির এপিঠ-ওপিঠ


‘আমি সবার চেয়ে ভালো মানুষ’ –
এটা প্রমাণ করতেই কেটে যায় আমাদের অর্ধেক জীবন।
কথায় না, সম্ভব হলে কাজে প্রমাণ করুন।


আগে আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন –
‘ভালো বা মন্দ হওয়ার জন্য আপনার কী করা উচিৎ, আর কী করা উচিৎ নয়?’
তারপরে ভাবুন –
আপনি কী করেছেন এবং কী করেননি, আর কী করছেন এবং কী করছেন না!


কোনো অবস্থাকে আগে তো গ্রহণ করবেন; তার পরে না হয় ভেবে স্থির করবেন যে –
সংশোধন করবেন,
না সংযোজন করবেন,
না বিয়োজন করবেন,
না সম্পূর্ণরূপে পরিবর্তন করবেন। 


এই জীবন পথে সর্বোত্তম পাথেয় হল–
আত্মবিশ্বাস।


ইতিবাচক চিন্তাধারা সাহস যোগায় লড়াই করার –
সময়ের সঙ্গে ।
আর নেতিবাচক চিন্তাধারা দুর্বল করে দেয় আপনার মনোবল,
নষ্ট করে দেয় আপনার কর্মক্ষমতা।
এবার নিজেকে বদলান!


-আজ সারাদিনে আপনি কিছু পড়েছেন কি? কিছু শিখেছেন?
-না।
-আপনি আজ সারা দিনে কী কী করেছেন, তার সমীক্ষা কি করেছেন?
-না।
-তাহলে, আপনার জীবনের একটা দিন যে নষ্ট হয়ে গেল!


ছাত্র একটি প্রদীপ।
আর শিক্ষক তার ইন্ধন।
সম্পর্কটা অটুট রাখুন। তাহলেই ঔজ্জ্বল্য ছড়াবে।


-আপনি কি ধৈর্যহীন?
-হ্যাঁ। 
-তাহলে আপনি একটা ‘শয়তান’।


হীনমন্যতা – আপনাকে জীবন হতে দূরে, মৃত্যুর নিকটবর্তী করে দেবে।


কঠিন প্রচেষ্টার পরেও ভাগ্যে জোটে ব্যর্থতা-
ঘাবড়াবেন না, মনে রাখবেন- 'ধৈর্যই সাফল্যের চাবি-কাঠি'। 


নিজের সব জ্ঞান, সব ডিগ্রি পেছনে ফেলে চলুন-
‘তাঁর’ শিষ্যত্ব গ্রহণ করি।


মহান স্রষ্টা আপনার মধ্যেও কিছু বৈশিষ্ট অবশ্যই সৃষ্টি করেছেন।
খুঁজুন..., অবশ্যই খুঁজুন! 


সময়ের দোহাই দেওয়া-
মানে, হেরে পালিয়ে যাওয়া।


আপনি বেঁচে আছেন বটে।
কিন্তু, আপনি কি জীবিত?


-আপনি কি অল্পতে রেগে যান?
-হ্যাঁ।
-তার মানে, আপনার মনের মধ্যে শান্তি নেই; আর না আছে জীবনে শৃঙ্খলা।


‘অশিক্ষা’-র জগৎ একটি ভয়ানক ও পথহীন অরণ্য।
আর ‘শিক্ষা’-র আলোয় হদিশ মেলে –
পথের, কোনো পুষ্পশোভিত কাননের।


সফলতা যে উপাদানগুলি দিয়ে তৈরি, মেধা তার একটি; সব কটি বা সব কিছু নয়।


আপনার অবস্থান কী? জানতে চান!
প্রত্যাবর্তন করুন স্রষ্টার দিকে।


আপনি বহু কিছু পড়লেন,
শিখলেনও বহু কিছু,
অভিজ্ঞতার ঝুড়িও প্রায় পূর্ণ;
কিন্তু সে-অনুযায়ী কাজ করলেন না,
তাহলে আপনি ‘ব্যর্থ’!


আপনি কী চান?
জিততে চান; জিতবেন।
হেরে যেতে চান; হেরে যাবেন। 
ঠিক করুন, আপনি কোনটা চান!


অনেক সময় একটি মাছিই সিংহের জীবনকে অতিষ্ঠ করে তোলে।


আপনি বয়ঃপ্রাপ্ত।
কিন্তু আপনি যদি ভাবেন যে, কেউ হাত ধরে আপনাকে এগিয়ে  নিয়ে যাবে; তাহলে আপনি এখনো শিশুই।


“প্রলয় আসবে, আর সবকিছু তছনছ করে দেবে”
-আচ্ছা, তার জন্য কি আপনি হাল ছেড়ে দেবেন?
-না।
-তাহলে সম্মানের সাথে বাঁচার উপকরণ তৈরি করুন।


পরিতাপের বিষয় হল-
আমাদের যুবসমাজের কাছে প্রতিটা কাজের ক্ষেত্রে একটা ‘কিন্তু’ তৈরি আছে।

আব্দুল মাতিন ওয়াসিম

No comments:

Post a Comment