Thursday 9 March 2023

বদিউর রহমানঃ আমি পাগল হবো, এখন আমার সাধ



আমি পাগল হবো, এখন আমার সাধ
বদিউর রহমান
 
আমার জীবনে দুটো শখ ছিল এক মন্ত্রী হওয়ার দুই পাগল হওয়ার মন্ত্রী হওয়ার পিছনে বেশ কয়েকটা আশ মেটানোর ইচ্ছাটাই ছিল মুখ্য মানুষ ও জনসেবা করার উদ্দেশ্যে মন্ত্রী হতে চাইনি অবশ্য ভোটের আগে মানুষকে বোঝাতাম যে আমি তাদের কাছের মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে সকলের পাশে থাকবো মানুষকে বোঝাতে আমি বেশ সক্ষম বাকচাতুরী বলুন অথবা সুন্দর করে বক্তব্য পেশ করতে আমি বেশ দক্ষ এলাকার অনুন্নয়ন আর মানুষের চাহিদা সম্পর্কে আমার সম্যক ধারণা আছে সবরকম অসুবিধা দূর করে এলাকার সামগ্রিক উন্নতি করবজনসমাবেশে অবিশ্বাস্য বক্তব্য রাখতে বেশপটু নেতা হতে যে সব গুনাগুন থাকা প্রয়োজন সবই আমার আছে অতএব মন্ত্রী হতে দোষ কী! কিন্তু অনেক চেষ্টা করেও নির্বাচনে একটা টিকিট জোগাড় করতে পারলাম না ওখানেও অনেক প্যাঁচ-পয়যারঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরীর ব্যাপারটা যে রাজনীতিতেও বিশেষত মানুষের সেবা করার বাসনাতেও যে এত মানুষ উদগ্রীব তা আমার জানা ছিল না ভেবেছিলাম মন্ত্রী হওয়ার পথটা খুব সোজা নির্বাচন আসবেজনসাধারণকে বুঝিয়ে সুঝিয়ে ভোট আদায় করে মন্ত্রী হব লালবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরবোগাড়িতে হুইটার বাজবে। ট্রাফিক পুলিশ সতর্ক হয়ে অন্যান্য গাড়ি সাইড করিয়ে আমাকে স্যালুট দিয়ে পার করাবে আমি দু-চারজন প্রাণের বন্ধুকে সঙ্গে নিয়ে দফতরের ঘরে বসবো সচিবকে ডেকে বলবো কাউকে এলাও করবেন না বলবেন ব্যস্ত আছি তারপর কফি পাঠাতে বলে এসি কামরায় বসে আড্ডা দেবো ঘরের দরজার উপরে লালবাতিতে লেখা থাকবে ENGAGED নাহ! স্বপ্নটা পূরণ হলো না
 
আমার দ্বিতীয় স্বপ্নটা পাগল হওয়া এটা পূরণ হতে কোন বাধা দেখছি না ভালো ভালো সাহিত্যিকদের পাগলের ওপর লেখা পেয়েছি জীব্রান খলিল জীব্রানের মাজনুন শিরোনামে লেখাটা বিশেষভাবে উল্লেখযোগ্য ওই লেখায় পাগলের দৃষ্টিতে অন্যান্য মানুষজনের চালচলন ইত্যাদি আমার দৃষ্টিতেও মূল্যহীন মনে হয় ওই জাতের আরো লেখা বিভিন্ন ভাষায় পড়েছি সব লেখকই নিজ নিজ ভাষায় স্বনামধন্য তবুও পাগলদের উপর লেখাগুলো পড়ে মনে হয়েছে লেখক বাইরে থেকে উপরে উপরে লিখেছেন সত্যিকারের পাগল হতে পারেননি আমার ইচ্ছা তারা যা পারেনি আমাকে তাই করে দেখাতে হবে। অন্যান্য লেখকদের মত একটা পাগল শিরোনামে লেখা লিখে পরে স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজ ও মানুষজন নিয়ে লেখা নয় আমার ইচ্ছা পাগলের ওপর শুধুই লেখা নয়, সত্যিকারের পাগল হওয়া। তারপর লিখি না লিখি তাতে কিছু যায় আসে না  জীবনে যখন মন্ত্রী হওয়ার শখটা পূরণ হলো না দ্বিতীয় শখটা পূরণ করতে তো বাধা নেই এ ব্যাপারে একটু আশার আলো দেখতে পাচ্ছি।

শুনেছি, শুধু শুনেছি কেন, দেখেওছি পাগলদের হাত-পায়ের নখগুলো বেশ বড় বড় মাথার চুল গুলো অগোছালো-অবিন্যস্ত দীর্ঘদিন স্নান না করার জন্য শরীরে ময়লার আস্তরণ জামাকাপড় গুলো ছেঁড়া-ফাটা নোংরা বহুদিন দাঁত পরিষ্কার না করার জন্য দাঁতগুলোর ওপর হলুদ আস্তরণ পড়ে যায়। খোঁচা খোঁচা গোফ দাড়ি ভেদ করে হাসির সময় ওই হলদেটে দাঁতগুলো তার চেহারার একটা আলাদা মাত্রা এনে দেয় তার শরীরের বোঁটকা গন্ধ মাথা ঝিমঝিম করায় গন্ধের চোটে তার পাশাপাশি থাকা যায় না আর অনিবার্য ভাবে তার একটা থলে থাকবে তাতে থাকবে রাজ্যের নোংরা কাপড়ের টুকরো; ছেঁড়া কাগজ ইত্যাদিতে সেটা এত ভর্তি থাকবে যে তার অর্ধেক থলি থেকে উপচে পড় পড় হয়ে থাকবে। আর সে খাওয়া-দাওয়ার জন্য কখনো ব্যস্ত হবে না যেখানে যা পাবে খাবে কিছু ফেলবে, কিছু মুখ ও গোঁফ দাড়িতে মেখে রাখবে। দু-চারটে কুকুর জুটে গেলে তাদের সঙ্গে খাবারটা ভাগাভাগি করে খেতে দ্বিধা করবে না যখন মেজাজটা সরিফ থাকবে তখন আপন মনে কথা বলবে হাসবে কাঁদবেপৃথিবীর সব রহস্যাবলী সম্পর্কে সম্যক ধ্যান-ধারণা থাকার জন্য সেগুলোর উপর অমূল্য বাণী শ্রোতা ব্যতিরেকেই বিতরণ করবে প্লেটো, ইবনে সিনার দর্শন নিংড়ানো জ্ঞান-গহ্বর কথাগুলো সাধারণ মানুষের বোধগম্য না হওয়াতে সেগুলো কখনো সখনো আওড়ালে মানুষজন তার দিকে ইট-পাথর ছুড়বে বিশেষ করে ছোট বাচ্চারা তাকে দেখলে নানা বিভূষণে রঞ্জিত করে উত্যক্ত করবে কখনো সরকার বাহাদুরের কৃপাদৃষ্টি পড়লে তাকে ভ্যানে তুলে নিয়ে গিয়ে তার সমগোত্রীয় অন্যান্য মহাপুরুষদের সঙ্গে এক ছাদের তলায় বন্ধ করে রাখবে সেখানে জীবনের মহান স্বাধীনতার অধিকার বাধা প্রাপ্ত হলে মাঝেমধ্যেই বিদ্রোহ করতে চিৎকার করে উঠবে তার জন্য যতদূর অভিযোগ করার করতে গিয়ে নির্বোধ পুলিশের হাতে তাকে লাঠির মার খেতে হবে এমনকি জোর করে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দু-দশ ঘন্টা ফেলে রাখা হবে এত কিছুর পরও সেই মহান মানুষটা তেমনই থাকতে চাইবে যেমনটা সে চায় তা লোকে তাকে পাগল বলে বলুক না সে ভাবে ঈশ্বর এদের ক্ষমা কর এরা আমায় চিনল না এরা অতীব অসাধারণ হয়ে জন্মে সাধারণ হয়ে থাকতেই পছন্দ করলো। উচ্চমার্গের খোঁজ পেল না। হাই কপাল! ওদের ক্ষমা করো প্রভু
 
হ্যাঁ আমি ঠিক ওই রকম আদর্শ পাগল হতে চাই। ইদানিং লক্ষ্য করছি আমার হাত পায়ের নখগুলো বড় হচ্ছে কাটতে ইচ্ছা করে না গোঁফ-দাড়ি চুলের ব্যাপারটাও সেই রকম ইদানিং দু’-দশ দিন স্নান না করে থাকতে ভালো লাগছে। পরিচিত অপরিচিত অনেকের সঙ্গে কথা বলতে বেশ লাগছে আমি যখন অনর্গল কথা বলা শুরু করি বেশিরভাগ লোকই আমার দিকে এক অদ্ভুত চাহনি দিয়ে চলে যায় ইদানিং মুখ ধোওয়া, দাঁত মাজাটা প্রায়শঃ ভুলে যাই মনে হয় এগুলো সব অযথা পন্ডশ্রম আজকাল প্রায়ই সল্টলেকের একটা গাছের বেদিতে বসে মানুষজনের চলাফেরা লক্ষ্য করি তারা নাকি অপিসে কাজে যাচ্ছে তাদের অনাবশ্যক ব্যস্ততা দেখে হাসি পায় জীবনের গূঢ় রহস্যের খোঁজ ওরা করল না আমি তো দিব্য-চক্ষুর সাহায্যে ইদানিং অনেক আলোর সন্ধান পাচ্ছি মনে হচ্ছে আমার জীবনের দ্বিতীয় ইচ্ছাটা একটু একটু করে পূরণ হবে আমি পাগল হব। জীবনের স্বপ্ন বলুন আশা বলুন সেই পরশ পাথর এখন আমার হস্তাগত আমি ভাগ্যবান আমার আশা পূরণ হতে চলেছে সমস্ত রকমের শৃঙ্খল ভেঙ্গে আমি মুক্ত হতে চলেছি। কী আনন্দ! কী আনন্দ!
 
সল্টলেক, কোলকাতা
১৫. ০২. ২০২৩