Tuesday 7 November 2023

সালেম বিন ওয়াবেসাহঃ যে যুবক অশ্লীলতাকে প্রত্যাখ্যান করে আমি তাকে ভালোবাসি


أحب الفتى ينفي الفواحش سمعه
سالم بن وابصة الأسدي 
 
أُحِبُّ الْفتَى ينْفِي الْفَوَاحِشَ سَمْعُهُ         كأَنَّ بِهِ عَنْ كُلِّ فاحِشَةٍ وَقْرَا
আমি সেই যুবককে পছন্দ করি, যার কান অশ্লীলতা প্রত্যাখ্যান করে, যেন প্রতিটি অশ্লীলতার সাথে বধিরতা রয়েছে।

سَلِيمُ دَوَاعِي الصَّدْرِ لاَ بَاسِطاً أذًى        وَلاَ مَانِعاً خيراً وَلاَ قائلاً هُجْرَا
যে হৃদয় হিংসা ও বিদ্বেষ হতে মুক্ত, ক্ষতিকর জিনিসের প্রচার করে না, ভাল জিনিসের প্রতিবন্ধক হয় না আর না অশ্লীল ভাষা ব্যবহার করে
 
إذا شِئتَ أنْ تُدْعَى كَرِيماً مُكَرَّماً         أديبًا ظَرِيفاً عَاقِلاً مَاجِداً حُرَّاً
তুমি যদি ইচ্ছা করো যে, তোমাকে অভিজাত, সম্মানিত, সাহিত্যিক, চতুর, বুদ্ধিমান, মর্যাদাবান এবং স্বাধীন বলে ডাকা হোক,

إذا مَا أتَتْ مِنْ صَاحِبٍ لَكَ زَلةُ          فَكُنْ أنْتَ مُحْتالاً لِزَلَّتِهِ عُذرَا
তাহলে যদি বন্ধুর পক্ষ থেকে কোন ত্রুটিবিচ্যুতি ঘটে, তুমি তার ভুলের জন্য অজুহাত সন্ধানকারী হয়ে ওঠো
 
غِنى النَّفْسِ مَا يَكْفِيكَ مِنْ سَدِّ خَلَّةٍ       فإنْ زَادَ شيْئًا عادَ ذاكَ الغِنى فقرَا
আত্মার প্রাচুর্য হল যা তোমার অভাব পূরণের জন্য যথেষ্ট। কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে, সেই প্রাচুর্য অভাবে পরিণত হয়ে যায়।