Friday 2 February 2018

এসো ইসলাম শিখি


এসো ইসলাম শিখি- ২  

আব্দুল মাতিন ওয়াসিম 


প্রঃ ঈমান কী?
উঃ ঈমান, অর্থ- বিশ্বাস। পরিভাষায়, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কর্মে বাস্তবায়ন করা-কে ঈমান বলে।
প্রঃ ঈমান কি বৃদ্ধি ও হ্রাস পায়?
উঃ হ্যাঁ, ঈমান বাড়ে-কমে।
প্রঃ কীভাবে ঈমান বাড়ে-কমে?
উঃ ঈমান বৃদ্ধি পায় সৎকাজের মাধ্যমে, আর অসৎ কাজের মাধ্যমে হ্রাস পায়
প্রঃ ঈমানের কতগুলি শাখা আছে?
উঃ ঈমানের সত্তরেরও অধিক শাখা আছে।
প্রঃ ঈমানের সর্বোচ্চ স্তর কী?
উঃ লা-ইলাহা ইল্লাল্লাহু[1]-পাঠ করা।
প্রঃ ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি?
উঃ রাস্তা থেকে কোনো পীড়াদায়ক বস্তু অপসারণ।
প্রঃ ঈমানের স্তম্ভ কয়টি কী কী? 
উঃ ঈমানের স্তম্ভ ৬টি- (১) আল্লাহ্‌ (২) ফেরেশতাকুল (৩) আসমানি গ্রন্থসমূহ (৪) নাবি-রাসূলগণ (৫) অন্তিম দিবস[2]  (৬) ভাগ্যের ভাল-মন্দকে বিশ্বাস করা।
প্রঃ ইসলাম শব্দের অর্থ কী?
উঃ ইসলাম শব্দের অর্থ- আত্মসমর্পন[3]
প্রঃ ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী?
উঃ ইসলামের স্তম্ভ ৫টি-
    (১) আল্লাহ্‌র একত্ববাদ ও মুহাম্মাদ সা-এর নবিত্বের সাক্ষ্য প্রদান  
    (২) সালাত প্রতিষ্ঠা করা
    (৩) যাকাত প্রদান করা
    (৪) রমযান মাসে রোযা রাখা
    (৫) সামর্থ্য থাকলে হজ্জ করা।
প্রঃ প্রসিদ্ধ ঐশী গ্রন্থ কয়টি?
উঃ ৪টি- তাওরাত, যাবূর, ইঞ্জিল ও কুরআন।
প্রঃ কোন্‌ গ্রন্থ কোন্‌ নবির উপর অবতীর্ণ হয়েছে?
উঃ কুরআন- মুহাম্মাদ সা-এর উপর, তাওরাত- মূসা আ-এর উপর, ইঞ্জিল- ঈসা আ-এর উপর এবং যাবূর- দাউদ আ-এর উপর।
প্রঃ সর্বশেষ আসমানি গ্রন্থটির নাম কী?
উঃ আল্‌-কুরআন সর্বশেষ আসমানি গ্রন্থ।
প্রঃ লাইলাহা ইল্লাল্লাহু-এর অর্থ কী?
উঃ আল্লাহ্‌ ছাড়া কোন (সত্য) মাবূদ[4] নেই।
প্রঃ আল্লাহ্‌ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
উঃ শুধু তাঁর ইবাদত (উপাসনা) করার জন্য[5]
প্রঃ কবরে প্রত্যেককে কোন্‌ তিনটি প্রশ্ন করা হবে?
উঃ কবরে প্রত্যেককে প্রশ্ন করা হবে- তোমার রব (প্রভু) কে? তোমার নবি কে? তোমার দ্বীন (ধর্মমত) কী?



[1]  অর্থ- আল্লাহ্‌ ছাড়া কোন (প্রকৃত) উপাস্য নেই।
[2]  কেয়ামতের দিন বা প্রলয়ের দিন
[3]  ইসলাম শব্দের আর একটি অর্থ- শান্তি।
[4]  মাবূদ ও ইলাহ্‌ অর্থ- উপাস্য।
[5]  সূরাতু আয্‌-যারিয়াত- ৫৬ 

1 comment:

  1. ইসলাম শব্দের অর্থ শান্তি। মুসলিম শব্দের অর্থ আত্মসর্মনকারী।

    ReplyDelete