Wednesday 22 May 2024

জাগাহ জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায় (কেবল চার দিনের বসন্ত এ দুনিয়া)


 
কেবল চার দিনের বসন্ত দুনিয়া
 মূল- খাজা আজিজুল হাসান মাজযুব 
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম 
 
রং রঙ্গনের আকারে
বাস্তবে, বিষাক্ত কাঁটার মতো দুনিয়া
মুহূর্তেই এধার থেকে ওধার
কেবল চার দিনের বসন্ত দুনিয়া
কে রেখেছিল এর নামজীবন’?
মৃত্যুর জন্য অপেক্ষার প্রহর দুনিয়া;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া!  
 
মৃত্যুর হাত থেকে নিস্তার পায়নি, না কিস্রা (ইরানের রাজপরিবার) না দারা (দারাশিকোহ)
আর না বিশ্বজয়ী সেকেন্দার, সেও হয়েছে পরাজিত
ওদের ঠাটবাট-আসবাবপত্র সবই আজ পরিত্যাক্ত
কিছুই সাথে নিয়ে যেতে পারেনি তারা, পরিতাপ আফসোস  ছাড়া;  
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া! 
 
কতশত রাজ-পরিবার মিশে গেছে মাটিতে
বহু জাতি, বহু সম্প্রদায় হয়ে গেছে বিলীন
কবি-সাহিত্যিক-শিল্পী হয়ে গেছে নিশ্চিহ্ন
তরুণ-যুবকের দল মিলিয়ে গেছে ভূগর্ভে;  
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া! 
 
শৈশব তোমাকে দোল খাইয়েছে তার কোলে
যৌবন তার প্রেমে করেছে পাগল
আর বার্ধক্য দিয়েছে অজস্র যন্ত্রণা
অবশেষে রিক্ত হস্তে পাড়ি দেবে মৃত্যুর সাথে;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া!
 
তুমি স্বপ্ন দেখো, আমি রবো সবার উর্দ্ধে
আমার সৌন্দর্য হবে অনন্য, ফ্যাশন হবে উন্নত
মরণশীল জেনেও কী করে এমন স্বপ্ন দেখো  
কীভাবে বাহ্যিক সৌন্দর্যের মায়ায় ডুবে থাকো;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া !
 
নিজ প্রভুকে সন্তুষ্ট করেই ঘুমোতে যেও
কে জানে, তুমি দেখতে পাবে কি না সকালের আলো
হয়তো বা সকালে তুমি থাকবে মাটির তলে;
আর কতদিন তুমি মত্ত থাকবে দুনিয়ায়
আর কতদিন পড়ে থাকবে এই মিথ্যে মায়ায়;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া! 
 
ভোগ-বিলাসের কেমন অট্টালিকা
যেখানে পাশাপাশি অবস্থান করে মৃত্যু
এবার তো এই অজ্ঞতা হতে বেরিয়ে এসো
এবার তো এই জীবন শৈলী পরিবর্তন করো;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া!  
 
এই ধ্বংসশীল দুনিয়া কি তোমার এতই প্রিয়
কোন্‌ পার্থিব বিষয়ে তুমি এত প্রভাবিত
তুমি কি বিবেকহীন হয়ে পড়েছ, মাজ্যুব
তোমার কি এখনো বোধোদয় হয় না;
চিরস্থায়ী আবাসের জায়গা নয় দুনিয়া
উপদেশ গ্রহনের জায়গা, ভোগ-বিলাসের জায়গা নয় দুনিয়া!  

No comments:

Post a Comment