Saturday 18 April 2020

কাজী মোহাঃ মাকীনঃ আরবী ভাষার প্রতি...


আরবী ভাষার প্রতি...
কাজী মোহাঃ মাকীন

বাংলা আমার প্রথম অনুভব, ইংরাজি সহচর;
আরবী তোমাকে আপন করেছি হৃদয়ের গৃহ ‘পর।
তোমাতে রয়েছে ইতিহাস কত, সভ্যতা বিজয়ের।
তোমাতে সুপ্ত জাতির অহং, তুমি অবিনশ্বর।

তোমাতে রয়েছে জ্ঞানের আকর, ঝিনুকে লুকোনো মোতি।
ডুবুরী তোমাকে চয়ন করেছে, বিশ্বে দিয়েছো জ্যোতি।
সুতোয় গেঁথেছে চপলা রমণী, হয়েছ কণ্ঠহার।
কবির কাব্যে তুমি আভরণ, প্রেমিকের দেবারতি।

খোদার প্রেমের শরাব তো তুমি, নবীপ্রেমিকের সাক্বী;
শরাব পিয়েছে ইবনে ফারিয খোদাতে বিভোর থাকি’।
ক্বায়েস তাহার প্রেমিকাকে যেথা ভাষাতে দিয়েছে রূপ।
শাব্বী তোমাতে অঞ্জলী দেয় প্রেমিকারে দেবী ডাকি’।

তোমা’ প্রাঙ্গনে শাওক্বী রচেছে পিরামিড ইতিহাস।
তোমার প্রতিটি ছত্রে মিশেছে সুখদুঃখের শ্বাস।
তোমার শব্দ সাথে নিয়ে কভু আছড়ায় বিপ্লব।
তোমার কথায় সুরের লহরী দিয়েছে বাঁচার আশ।

তোমার বুকেতে মরূদ্যানের না-ছোঁয়া জলের ছবি।
তোমার ছন্দে জলধির বুকে রক্তিম নব রবি।
তোমার ছত্রে পুষ্পবাগের ঝরণার পদতলে
প্রেমিকা হারায় প্রেমিকার সনে নির্বাক পল্লবী।

এভাবে কবির কল্পনা যত করিয়াছ বাঙ্ময়।
গল্পনায়ক ছুটিয়েছে ঘোড়া তোমার জগতময়।
নাটকের নট-নায়িকারা যেথা গায় জীবনের গান,
আরবী আমার সেই পৃথিবীর বিশ্বাস-বরাভয়।

১৩/০৩/২০২০

1 comment: