Tuesday 6 December 2016

প্রেম না প্রতারণা

প্রেম না প্রতারণা
আব্দুল মাতিন ওয়াসিম

যদি তোমার জন্য, শুধু তোমারই জন্য-
দাড়ি ছোট বা শেভ করতে হয়,
হাত ঘড়িটা দামি পরতে হয়,
কোন ভালো পারফিউমে স্নাত হয়ে
মানান সই জামা প্যান্ট পরতে হয়,
চোখের চশমাটাও চ্যাঞ্জ করতে হয়;
তোমার মা-বাবা-বন্ধুবান্ধব দেখবে বলে
যদি আমায় জিম জয়েন করতে হয়,
নিত্যদিন কসরত করে
ঋত্বিক বা শাহরুখ সাজতে হয়,
সহজাত স্বভাব পরিবর্তন করে
গ্রামের ‘ভালো ছেলেটি’ বনতে হয়,
তোমায় লিফট দেব বলে
প্রিয় স্কুটিটা ফেলে
পালসার বা এনফিল্ড কিনতে হয়,
ব্যবসা ছেড়ে
সরকারী চাকরি খুঁজতে হয়,
তাহলে এটা তোমার প্রেম নয়, প্রতারণা !
তোমার ত্যাগ নয়, লোভ!
প্রেম হলে, আমার যা কিছু বর্ণহীন-
রুগ্ন বা বেঢপ শরীর,
ছেঁড়াফাটা বা কম দামি জামাকাপড়,
পুরাতন বা ভাঙা বাড়ি,
স্কুটার বা স্কুটি,
তাতেই তুমি আমায় আপন করে নেবে,
প্রাণভরে ভালোবাসবে ।
জীবনে এত যে মেয়ে দেখলাম,
এত যে প্রেমিকা দেখলাম,
কই অমন একটাও মেয়ে পেলাম না তো !
তবুও-
এত কিছু জেনেবুঝে প্রেম করি,
প্রতারিত হই, আবার প্রেম করি;
লোকে যে বলে প্রেম অন্ধ, হয়তো তা-ই !

No comments:

Post a Comment