Wednesday 25 October 2017

আব্দুল মাতিন ওয়াসিমঃ মুক্তির মদিরা

মুক্তির মদিরা 
আব্দুল মাতিন ওয়াসিম

যখন বেরিয়ে এসেছি
নিজেদের গোপন আস্তানা থেকে;
আবারও কেন বসবাস করবো
আত্মা দিয়ে তৈরি সেই কবরে?

যখন বিচ্ছিন্ন অঙ্গগুলোকে
এক করেছে প্রার্থনা ও সান্ত্বনা;  
সেসব বিচ্ছিন্ন অংশ এখন
মাংসের টুকরো বৈ কিছুই নয়
আমার কাছে।

কত দীর্ঘ ছিল আমার আদিমকাল-
তা গুণে দেখার
আর কোন প্রয়োজন নেই আমার।
আমার সাগরের অতল থেকে
কত উঁচু ছিল সেই পর্বত-
কোন প্রয়োজন নেই তা মেপে দেখার।
এবং, কত কর্কশ ছিল তিক্ততার রুটি-  
তা আর মনে করতেও চাই না আমি।

মুক্তির মদিরা পান করে
আমি যে এখন আশার-স্বাদ পেয়েছি।

Image result for enslavement

No comments:

Post a Comment