Tuesday 31 October 2017

আব্দুল মাতিন ওয়াসিমঃ প্রতীক্ষা

Image result for প্রতীক্ষা
প্রতীক্ষা
আব্দুল মাতিন ওয়াসিম

আজ দশ বছর পরেও
সকাল বেলায় ঘড়ির কাঁটাটা
টা তিরিশে গিয়ে দাঁড়ালে
বুকের ভেতরটা কেমন টনটন করে
কান দুটো অস্থির হয়ে ওঠে
সাইকেলের বেল শোনার জন্য

আমরা তখন ক্লাস নাইনে পড়ি;
রোজ সকালে
স্নান-খাবার সেরে নটার আগেই তৈরি হয়ে 
ঠিক সাড়ে নটায় ও আমাদের দরজার কাছে দাঁড়াত
পৌঁছে তিনবার আস্তে করে বেল বাজাতো,
ও যে মেয়ে, নাম ধরে তো আর ডাকতে পারবেনা

দুদিকে দুটো সাইকেল মাঝে আমরা
 হাত ধরাধরি হাঁটতাম স্কুলের দিকে
পথে অনেক গল্প হতো
আজ আর ওসব মনে নেই; 
তবে ওর একটা কথা এখনো মনে আছে আমার-
দেখো, আমাদের এই পথচলা স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে
জানিনা ওর এখন আর এসব মনে পড়ে কি না; 
কিন্তু এখনো সকাল নটা নাগাদ
দরজায় সাইকেলের বেল বেজে উঠলে
বাইরের দিকটা একবার দেখবার জন্য
মনটা বড্ড আনচান করে ওঠে। 


No comments:

Post a Comment