Thursday 11 November 2021

আহমাদ শাওকীঃ যুদ্ধের প্রতিধ্বনি


যুদ্ধের প্রতিধ্বনি
আহ়্মাদ শাওক়ী, মিশর
 

بِسَيفِكَ يَعلو الحَقُّ وَالحَقُّ أَغلَبُ    وَيُنصَرُ دينُ اللَهِ أَيّانَ تَضرِبُ

আপনার তরবারি দ্বারাই সত্য বিজয়ী হয়েছে, আর সত্যের তো বিজয়ী হবারই কথা। আপনি যখনই অস্ত্রধারন করেন আল্লাহ্‌র দ্বীন সাহায্য প্রাপ্ত হয়।

 

وَما السَيفُ إِلّا آيَةُ المُلكِ في الوَرى    وَلا الأَمرُ إِلّا لِلَّذي يَتَغَلَّبُ

এই তরবারই সৃষ্টিকুলের মাঝে সাম্রাজ্য ও ক্ষমতা স্বারক। আর (চিরকালই) ক্ষমতা তারই যে বিজয়ী হয়

 

فَأَدِّب بِهِ القَومَ الطُغاةَ فَإِنَّهُ   لَنِعمَ المَرَبي لِلطُغاةِ المُؤَدِّبُ

অতএব এই তরবারি দ্বারা আপনি অবাধ্য লোকেদের শায়েস্তা করুন কারণ বিদ্রোহীদের জন্য এই তরবারিই উত্তম শায়েস্তাকারী উৎকৃষ্ট প্রশিক্ষক।

 

وَداوِ بِهِ الدولاتِ مِن كُلِّ دائِها    فَنِعمَ الحُسامُ الطِبُّ وَالمُتَطَبِّبُ

এবং এর দ্বারা আপনি রাষ্ট্রসমূহের প্রত্যেকটি ব্যাধির চিকিৎসা করুন কেননা, এই তিক্ষ্ম তরবারিটি তার উত্তম চিকিৎসা অভিজ্ঞ চিকিৎস

 

تَنامُ خُطوبُ المُلكِ إِن باتَ ساهِرًا    وَإِن هُوَ نامَ استَيقَظَت تَتَأَلَّبُ

যদি এই তরবারি জেগে রাত অতিবাহিত করে তাহলে সকলেই নীরব থাকে (বিদ্রোহী ও অসামাজিক লোকেরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না); কিন্তু যদি এই তরবারি ঘুমিয়ে পড়ে তাহলে অনেক বড় বড় ব্যাপার ও সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।

 

أَمِنّا اللَيالي أَن نُراعَ بِحادِثٍ    وَأَرمينيا ثَكلى وَحَورانَ أَشيَبُ

কোনও ঘটনাআতঙ্কিত হয়ে পড়ব— এমন আশঙ্কা হতে নিরাপদ হয়েই আমরা রাত্রিসমূহ অতিবাহিত করছি অথচ আর্মেনিয়া সন্তানহার সিরিয়া বৃদ্ধ হয়ে পড়েছে।

 

وَمَملَكَةُ اليونانِ مَحلولَةُ العُرى   رَجاؤُكَ يُعطيها وَخَوفُكَ يُسلَبُ

আর গ্রীক সাম্রাজ্যের বাঁধন টুটে গেছে এবং তারা অসহায় হয়ে পড়েছে। আপনার করুণার আশা তাদেরকে খানিকটা স্বস্তি দেয়, আর আপনার ভীতি তাদের যাবতীয় স্বস্তি কেড়ে নেয়।

 

هَدَدتَ أَميرَ المُؤمِنينَ كَيانَها    بِأَسطَعَ مِثلِ الصُبحِ لا يَتَكَذَّبُ

হে মীরুল্‌-মুমেনীন (অর্থাৎ মুসলিম বিশ্বের নেতা) আপনি তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছেন এমন এক তীক্ষ্ণ তরবারি দ্বারা, যা প্রভাতের ন্যায় উজ্জ্বল।

 

وَمازالَ فَجرًا سَيفُ عُثمانَ صادِقًا   يُساريهِ مِن عالي ذَكائِكَ كَوكَبُ

আর অটোমান সাম্রাজ্যের তরবারি সর্বদা ন্যায় ও সত্যের পথে থাকে, তাকে পরিচালিত করে নক্ষত্রসম আপনার উৎকৃষ্ট মেধা ও চালিকাশক্তি

 

إِذا ما صَدَعتَ الحادِثاتِ بِحَدِّهِ    تَكَشَّفَ داجي الخَطبِ وَانجابَ غَيهَبُ

যখন আপনি সেই তীক্ষ্ণ তরবারি দ্বারা ঘটনাগুলির মুকাবিলা করেন, তখন বড় বড় বিপদসমূহ দূরে সরে যায় এবং গাঢ় ও গভীর অন্ধকারকেটে যায়।

 

وَهابَ العِدا فيهِ خِلافَتَكَ الَّتي    لَهُم مَأرَبٌ فيها وَلِلَّهِ مَأرَبُ

এই তরবারিরই দরুন শত্রুরা আপনার খেলাফতকে ভয় পায়, যেখেলাফতকে অর্জন করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য; এবং আল্লাহ্‌র উদ্দেশ্য তা টিকিয়ে রাখা


অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

 

[صدى الحرب منظومة لأحمد شوقي، أخذت من الجزء الأوّل للشّوقيات. نظمها الشاعر يمدح الخليفة العثماني للتّركي عبد الحميد الثاني لشجاعته وإقداماته في إطفاء نيران الثورة اليونانية في جزيرة الكريت.]


No comments:

Post a Comment