Monday 8 November 2021

বদিউর রহমানঃ তুলির টান



তুলির টান
বদিউর রহমান
 
শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায়
ওষ্ঠদ্বয়ের রেখা
তুফান তুলতে পারে
বুকের ভিতর সমুদ্রে
উথালপাথাল হতে পারে ঢেউ,
তছনছ করতে পারে সৈকত
তার অমোঘ শক্তির কথা
কে জানত!
একটু পরশের দোদুল্যমান আশা
উদ্দীপ্ত করেছিল, করেছিল প্রাণচঞ্চল
নিষ্ফল অপেক্ষায় মন-প্রাণ
অবসন্ন, অবসাদগ্রস্ত। 
রক্তমাংসের জীবনটাকে ধরে রাখতে
মনপাখিরে বোঝাই
প্রশান্ত কর চিত্ত
থাকো সব চাওয়াপাওয়ার উর্ধ্বে
হয়ত বাঁচার তাগিদে এই পন্থাটাই শ্রেয়
একটা তুলির টান
কত শক্তিধর
কে জানত!
 
-০-২০১৯, সল্টলেক

No comments:

Post a Comment