Friday 12 November 2021

আব্বাস বিন্‌ মির্‌দাস আস্‌-সুলামিঃ ডোন্ট জাজ্‌ এ বুক বাই ইট্‌স কভার



ডোন্ট জাজ্‌ এ বুক বাই ইট্‌স কভার
আব্বাস বিন্‌ মির্‌দাস আস্‌-সুলামি
(চক চক করলে সোনা হয় না)

তুমি কোনো শীর্ণকায় পুরুষকে দেখে তাকে অবহেলা করো এবং তুচ্ছ ভাবো। অথচ তাঁর পরিধেয় বস্ত্রে গর্জনরত সিংহ থাকে (অর্থাৎ সে সাহসী, দৃঢ়চেতা ও আত্মপ্রত্যয়ী)।

সুঠামদেহী নবযুবক (প্রথম দর্শনেই) তোমাকে মুগ্ধ করে। কিন্তু যখন তুমি তাকে যাচাই করবে, (দেখতে পাবে) সেই নবযুবক তোমার ধারণার বিপরীত মেরুতে (অবস্থান করছে)।

মানুষের জন্য তাদের দৈহিক বিশালতা মোটেই গর্বের কারণ নয়। বরং তাদের জন্য গর্বের বিষয় হলো তাদের দানশীলতা ও মহানুভবতা।

বুগাস পাখি (শকুনের থেকে ছোট, সবুজাভ সাদা এক প্রকার পাখি) অনেক ছানার  জন্ম দেয়। কিন্তু বাজপাখি কম ছানার জন্ম দেয় (অথচ বাজপাখি দক্ষ শিকারী এবং ক্ষিপ্র গতি-সম্পন্ন। পক্ষান্তরে বুগাস পাখি অধিক ছানা জন্ম দিলেও সে বাজ ও চিলের মতো নয়)।

দুর্বল পাখিরা শারীরিক ভাবে বৃহদাকারের হয়। অথচ (শক্তিশালী পাখিরা যেমন) বাজ ও চিল দীর্ঘাকৃতির হয় না।

উট দৈহিক ভাবে বিশাল। অথচ বোধবুদ্ধিহীন। আর তাই (এই) দৈহিক বিশালতা সত্ত্বেও সে স্বনির্ভর হতে পারেনি (সর্বদা তাকে পরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়)।

একটা ছোট বালক তাকে ইচ্ছা মতো চতুর্দিকে দিকে পরিচালিত করে এবং উটচালক উটটিকে তার মর্জির বিপরীতে বেঁধে রাখে (আর তার কিছুই করার থাকে না)।

এমনকি (একটা) ছোট্ট বালিকা তাকে ছড়ি দিয়ে প্রহার করে। আর এই বিষয়টিতে না তার আত্মমর্যাদাবোধে আঘাত লাগে, আর না সে কোনো রকম অস্বীকৃতি জানায়।

আমি যখন তোমাদের আশেপাশের অসৎ লোকেদের মাঝে থাকি, তখন আমি সবচেয়ে কম খারাপ। আর যখন সৎ লোকেদের মাঝে থাকি, তখন আমি তোমাদের মাঝে সবার চেয়ে ভালো।

                                                                                                                                  অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম



ترى الرجل النحيف فتزدريه
العباس بن مرداس السلمي
ديوان الحماسة لأبي تمام 
 
ترى الرجل النحيف فتزدريه      وفي أثوابه أسد مزير
ويعجبك الطرير فتبتليه          فيخلف ظنك الرجل الطرير
فما عظم الرجال لهم بفخر      ولكن فخرهم كرم وخير
بغاث الطير أكثرها فراخا        وأم الصقر مقلات نزور
ضعاف الطير أطولها جسوما    ولم تطل البزاة ولا الصقور
لقد عظم البعير بغير لب        فلم يستغن بالعظم البعير
يصرفه الصبي بكل وجه         ويحبسه على الخسف الجرير
وتضربه الوليدة بالهراوى         فلا غير لديه ولا نكير
فإن أك في شراركم قليلا         فإني في خياركم كثير

No comments:

Post a Comment