Wednesday 9 February 2022

ইবনুর রূমীঃ আল্লাহ্‌মুখী মানুষেরা


আল্লাহ্‌মুখী মানুষেরা
ইব্‌নুর রূমী, ইরাক
 
তাদের (অর্থাৎ সেই নিরাসক্ত আল্লাহ্‌মুখী মানুষদের) পার্শ্বদেশ বিছানার স্পর্শ হতে বিরত থাকে (অর্থাৎ তাঁরা রাতের বেলা জেগে থেকে আল্লাহ্‌কে স্মরণ করে, তাঁর নিকট প্রার্থনা করে এবং নফল সালাত আদায় করে)।
 
তাঁরা প্রত্যেকেই (আল্লাহ্‌কে) ভয় করে, (তাঁরই নিকট) আশ্রয় কামনা করে এবং (তাঁর করুণা ও অনুগ্রহ লাভের) আশাও করে।
 
তাঁরা ঘুমন্ত আঁখিসমূহের জন্য (নিজেদের) নিদ্রাসুখ ত্যাগ করে।
 
ইশ্‌, যদি তুমি তাঁদেরকে দেখতে, যখন তাঁরা আঙুল দিয়ে কথা বলে (অর্থাৎ তাশাহ্‌হুদে বসে ইঙ্গিত করে);
 
এবং যখন তাঁরা বিপদআপদ আপতিত হওয়ায় বেদনাহত হয়ে পড়ে;
 
আর যখন তাঁরা বিনয়ী ও সিক্ত গণ্ডদেশে মাটিকে স্পর্শ করে;
 
এবং (যখন) তাঁদের অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করে;
 
আর (যখন) তাঁরা প্রার্থনা করে— হে আমাদের প্রভু, হে উত্তম বিনিময় প্রদানকারী!
 
তুমি বিনয়ী চেহারাগুলির (অর্থাৎ ব্যক্তিদের) জন্য আমাদের ত্রুটি মার্জনা করো;
 
সজল আঁখিগুলির জন্য আমাদের পাপ মোচন করো;
 
(প্রভু!) তুমিই উত্তম সুপারিশকারী, আমাদের আর অন্য কোনও সুপারিশকারী নেই।
 
অতঃপর, তাঁদের প্রার্থনা এমন ভাবে মঞ্জুর করা হল যে, কোনও কর্ণগুহরে কোনোদিন তা প্রবেশ করেনি।
 
(এবং মহান আল্লাহ্‌ তাঁদের ডাকে সাড়া দিয়ে বললেন,) হে আমার অনুরাগীরা, তোমরা যা কিছু করছো সেগুলি (কখনও) বিফলে যাবে না।
 
অতএব আমার তরে নিজেদের প্রাণ উৎসর্গ করো (অর্থাৎ নিজেদেরকে আমার পথে সঁপে দাও)। নিশ্চয় তোমাদের প্রাণ (অর্থাৎ তোমাদের যাবতীয় সংকল্প, প্রয়াস ও কর্ম) আমার কাছে গচ্ছিত (সম্পদরূপে) থাকবে।

অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম


الزهاد – ابن الرومي

ذلك أنه كان في تقواه طوع الاحساس الحاضر، كما كان في كل حالة من حالاته يلعب، فلا يبالي أن يتماجن حيث لا يليق مجون، ويستحضر التقوى والخشوع فلا يباريه أحد من المتعبدين، ويخيل إليك أنك تستمع إلى متعبد عاش عمره في الصوامع حين تستمع إليه يقول:

تتجافى جنوبهم         عن وطئ المضاجع

كلهم بين خائف         مستجير وطامع

تركوا لذة الكرى         للعيون الهواجع

لو تراهم إذا هُمْ         خطروا بالأصابع

وإذا هم تأوهوا           عند مر القوارع

وإذا باشروا الثرى        بالخُدود الضوارع

واستهلت عيونهم        فائضات المدامع

ودعوا: يا مليكنا         يا جميل الصنائع

اُعْفُ عنا ذنوبنا          للوجوه الخواشع

اعف عنا ذنوبنا          للعيون الدوامع

أنت إن لم يكن لنا        شافع خير شافع

فأجيبوا إجابة            لم تقع في المسامع

ليس ما تصنعونه        أوليائي بضائع 

أبذلوا لي نفوسكم         إنها في ودائعي

No comments:

Post a Comment