Monday 9 May 2022

আব্দুল মাতিন ওয়াসিমঃ দ্বেষ ও বুল্ডোজারের দেশে



দ্বেষ ও বুল্ডোজারের দেশে  
আব্দুল মাতিন ওয়াসিম
 
আনন্দ ছিল, ছিল অশ্রু
দুচোখে ছিল হাজারো স্বপ্ন
ঠোঁটের ডগায় ছিল আর্তনাদের ফিরিস্তি
একটা খেলনা গাড়িও ছিল
দু’-পাঁচ টাকার কয়েনে
ঠনঠন করে উঠতো টিনের বাক্সটা
আধশোয়া করে রাখা ছিল হাঁড়িপাতিলগুলো
রান্নাঘরের সেঁতসেঁতে মেঝেতে
ঘরের এক কোণে ইষ বাঁকা হয়ে
দাঁড়িয়ে ছিল এক পা ভাঙ্গা চেয়ারটা
আর ছিল একখানা সেন আমলের টেবিল
তার উপর রাখা ছিল কুরআন মজিদ
একটা কাঠের রেহেল, দাদাজানের ছেঁড়া তসবিহ
আর নানিমা ভাঙ্গা চশমা
ওই ঘরে কটা জীবন্ত লাশ ছিল
ওই ঘরটাই ছিল মা-বাবার সারা জীবনের উপার্জন
বুল্ডোজার ও নীরবতার আঘাতে গুড়িয়ে যাওয়া
এই জীর্ণ বাড়িটাই ছিল আমার সবকিছু
এই যে ধ্বংসস্তূপ, থরে থরে পড়ে ভাঙ্গা চেলাকাঠ
এর নীচে, বহু নীচে একখানা দেশ আছে
তোমার-আমার দেশ!
 
কোলকাতা- ৭০০০৩৯
২১-০৪-২০২২

No comments:

Post a Comment