Friday 9 November 2018

জিবরান খালিল জিবরানঃ গান ধরো তুমি বাঁশিটি ধরিয়ে আমায়


মূলঃ জিবরান খালিল জিবরান
 গান ধরো তুমি বাঁশিটি ধরিয়ে আমায় 
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

গানে যে আছে বাঁচার রসদ, তাই
গান ধরো তুমি বাঁশিটি ধরিয়ে আমায়;
এই বাঁশির সুরই অনুরণিত হয় 
ধ্বংসের পরেও ভবে ও নিরালায়।

তুমিও কি আমার মতো
প্রাসাদ ছেড়ে জঙ্গলে ঘর বেঁধেছো,
ছোট নদীর পাড় ধরে
উঠে পড়েছো পাথরের পীঠে?
সুগন্ধের ফোয়ারায় স্নান সেরে
গা মুছেছো আলোর তোয়ালায়?
পান করেছো সকালকে
মদিরা রূপে স্বর্গীয় পেয়ালায়?
তুমিও কি প্রতিদিন বিকেল বেলায়
গিয়ে বসো আমার মতো আঙুর-তলায়
যেখানে ঝুলে আঙুরগুচ্ছ
স্বর্ণে মোড়া সপ্তর্ষির ন্যায়?
তুমিও কি শোও রাতের বেলায়
আকাশমুড়ি দিয়ে ঘাসের বিছানায়;
যা ঘটেছে অতীতে সে-সব ভুলে গিয়ে,
তপস্বীরূপে ভবিষ্যতের সব মামলায়!

একপাশে রেখে রোগ-আরোগ্যকে
গান ধরো তুমি, বাঁশিটি ধরিয়ে আমায়;
মানুষ তো আর কিছুই নয়, ক’টি পঙক্তি মাত্র 
জল দিয়ে লেখা এই জীবন-খাতায়।



أعطني الناي وغنّ               فالغنا سر الوجود
وأنين الناي يبقى                 بعد أن يفنى الوجود
هل اتخذت الغاب مثلي       منـزلاً دون القصور
فتتبّعت السواقي                 وتسلّقت الصخور
هل تحمّمت بعطر                وتنشّفت بنور
وشربت الفجر خمراً            من كؤوس من أثير
هل جلست العصر مثلي     بين جفنات العنب
والعناقيد تدلّت                    كثريات الذهب
هل فرشت العشب ليلاً         وتلحّفت الفضاء
زاهداً في ما سيأتي           ناسياً ما قد مضى
أعطني الناي وغنّ               وانس داء ودواء
إنما الناس سطورٌ              كتبت لكن بماء

[শব্দের মিছিল, মার্চ ২৩, ২০১৭-তে প্রকাশিত]

No comments:

Post a Comment