Wednesday 13 September 2017

বর্ণময় উৎসব যখন বর্ণহীন...!

বর্ণময় উৎসব যখন বর্ণহীন...! 

লোকে লোকারণ্য, যেন কালো পোশাকের এক বিশাল সমুদ্র। সঙ্গে ইয়া হুসাইন-র মৃদু ধ্বনি। কোলকাতার কোন এক রাজপথে... সেই মিছিলের ঠিক পেছনেই আটকে রয়েছে একটি অ্যাম্বুলেন্স, দীর্ঘক্ষণ ধরে। এক সময়ে অ্যাম্বুলেন্সের বাতি ও সাইরেন আস্তে আস্তে থেমে যায়; ভেতরে শুয়ে থাকা খুদে শিশু আয়েশার প্রাণ-স্পন্দন যে থেমে গেছে।

ভক্তরা লুটায়ে পড়ছে ডিজের বিটে; নানা রঙের পোশাকে এক রঙিন জন সমুদ্র। এগিয়ে চলেছে বিসর্জনের-যাত্রা। কোলকাতার কোন এক ধমনীতে... সেই জনস্রোতের ঠিক পেছনে একটি অ্যাম্বুলেন্স। এক সময় দাঁড়িয়ে পড়ে সেবাযানটি। ভেতরে ক্ষুদে খুকী অনিতার পালস যে দাঁড়িয়ে গেছে।

পরাজিত হয়েছে মানবিকতা, পরাজিত হয়েছে ধর্মও...! 

আব্দুল মাতিন ওয়াসিম

No comments:

Post a Comment