Friday 1 March 2019

বদিউর রহমানঃ বৃথা আক্ষেপ

Image may contain: one or more people, glasses and text

 বৃথা আক্ষেপ   
বদিউর রহমান


যৌবন যবে গত চিরতরে,
মৃত্যু আসিবে হঠাৎ একেবারে।
সে দুইয়ের মাঝে বার্ধক্য আসি’
ন্যুব্জ আমাকে নতজানু করে।

বলিল না সে তো বিদায়ের ক্ষণে ,
আবার হইবে দেখা তোমা’ সনে।
নিয়তি লিখন এমনই তো হবে,
ফিরিবে না কভু গত যৌবনে।

দেখিতাম যারে আঁখিদ্বয় ভরি’
ধূসরতা আসি দৃষ্টিকে হরি’,
পারি না বুঝিতে বেদনার ভারে
চেনাকে অচেনা বলে ভুল করি।

হাতটা ধরিয়া সোহাগের সুরে,
বলিতাম যারে, বসিও না দূরে,
কী বা ভয় তব, আমি তো আছিই।
তাহা বিনে দুখ দেহমন জুড়ে।

আজ মোর ক্ষীণ দৃষ্টি শকতি,
আরও দুর্বল চালিকা শকতি,
মহাকালে আজ উধাও হয়েছে
ক্ষীণ হতে ক্ষীণ চিন্তা শকতি।


৩০-০৪-২০১৭

No comments:

Post a Comment