Wednesday 8 June 2022

বিন্দুতে সিন্ধুঃ অনুপ্রেরণা ও উৎসাহের স্ফুরণ - খ

 




যদি কারও উপকার করার পর তার কাছে বিনিময় আশা না করি—
তাহলে পৃথিবীর অর্ধেক দুঃখ কমে যাবে, আমার বিশ্বাস।
 
 
ভুলে ভরা জীবনে, ভুলে ভরা কাজ,
গুরুজনে শুধিতে, তবে কেন লাজ?
 
 
কাঁচির তুলনায় সুঁচ অতি ক্ষুদ্র
কিন্তু, কাঁচি কেটে দেয় আর সুঁচ জুড়ে দেয়


‘কে সঠিক’ বিভ্রান্তি সৃষ্টি করে।
‘কোনটি সঠিক’ বিভ্রান্তি দূর করে।
 
 
সিয়ামব্রত একটি অধ্যাবসায়। একটি সাধনা। 
পালনকারীকে সংযত করে। 
ধৈর্যশীল হতে সাহায্য করে। 
সহমর্মী ও সংবেদনশীল তৈরি করে।


ভূপৃষ্ঠে সর্বাপেক্ষা সহজ কাজ সমালোচনা করা।
 
 
 
জানতে চান, আপনার ভবিষ্যৎ কেমন হবে?
আজকের দিনটাকে লক্ষ্য করুন। আর লক্ষ্য করুন আজকে আপনার অবস্থান।

 
সঠিক পদ্ধতিতে সঠিক প্রতিপালনই  প্রগতির সোপান
 
 
অনেকসময় ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি নজরকাড়া সাফল্য পায় না।
তাহলে কি শুধু মেধা সাফল্য-অর্জনে যথেষ্ট নয় !
 
 
দৃষ্টিভঙ্গি দৃষ্টি অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ।
 
 
সুস্থ জীবনের সব থেকে বড় রহস্য ইতিবাচক চিন্তাধারা।
 
 
আপনার জন্য স্রষ্টার সর্বাধিক মূল্যবান উপহার— 
আপনার বিবেক, আপনার চিন্তাশক্তি।
 
 
ব্যর্থ হয়ে আপনি কাঁদেন; আর লোকেরা তা দেখে মনে মনে হাসে।
তাই কান্নাকাটি বন্ধ করে মনের গহীনে ব্যর্থতার ধ্বংসাবশেষের উপর সাফল্যের ইমারৎ গড়ার দৃঢ় সংকল্প করুন; আপনি নিশ্চিত সফল হবেন।
 
 
কাঁদার জন্য কেউই তার কাঁধ এগিয়ে দেবে না।
লোকেরা একবারেই কাঁধ এগিয়ে দেবে, আপনার শেষ যাত্রায়।
 
 
দু’জনের আঙুলের ছাপ যেমন এক হয় না, ঠিক তেমনই দু’জনের মেধাশক্তিও সমান হয় না।
সুতরাং আপনি অন্যের সাথে নয়, নিজের সাথে প্রতিযোগিতা করুন।
 
 
আপনার সন্তানেরা সময়ের পূর্বে স্কুলে চলে যাচ্ছে! 
তারা গৃহ অপেক্ষা স্কুলকে অধিক ‘নিরাপদ’ মনে করছে না তো?
স্কুলই তাদের ‘আশ্রয়স্থল’ হয়ে যায়নি তো?  
 
 
আপনি শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন?
মনে রাখবেন—  
প্রচেষ্টা সফলতার প্রথম চিহ্ন। প্রথম শর্ত।


সর্বাপেক্ষা সহজ কাজ নিজের ব্যর্থতায় অন্যকে দোষারোপ করা।
 
 
নকলে বুদ্ধি হ্রাস পায়।
তাই, অন্যের নকল না করে ‘নিজস্বতা’টা বজায় রাখুন।
 
 
অসামাজিক কাজ সর্বপ্রথম জন্ম নেয় আপনার মনে।
তাই মনকে সর্বদা ব্যস্ত রাখুন চিন্তনে। 

বিন্দুতে সিন্ধু - খ    
আব্দুল মাতিন ওয়াসিম

No comments:

Post a Comment