Sunday 5 December 2021

জারীর বিন আতিয়্যাহ্‌ আত্‌-তামীমীঃ ছায়া সুনিবিড়

 
ছায়া সুনিবিড়
জারীর বিন আতিয়্যাহ্‌ আত্‌-তামীমী
 
খলিফা উমার বিন আব্দুল আজিজ (রাহঃ ৭১৭ – ৭২০ খ্রি) ছিলেন অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তাঁর সততা, সংযমশীলতা, আল্লাহ্‌-ভীতি ও ন্যায়পরায়ণতার কারণে তাঁকে পঞ্চম সৎ খলিফা ও দ্বিতীয় উমার নামে আখ্যায়িত করা হয়। তিনি বায়তুল-মাল (রাজকোষাগার)-এর রক্ষক ছিলেন। মুসলিম রাজস্বের বিন্দু মাত্র অপচয় সহ্য করতেন না। তাই তিনি খেলাফত লাভের পর কবিকূলের পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেন। আর তাঁর এই সিদ্ধান্তে কবিরা অসহায় হয়ে পড়ে। অতঃপর তারা সকলে মিলে তাঁর কার্যালয় ও গৃহের সামনে প্রবেশের অনুমতি লাভের আশায় দীর্ঘ দিন যাপন করে, কিন্তু কোনো সুফল তাঁদের বরাতে জোটেনি। কারণ তিনি কবিদের প্রেমমূলক কবিতা, প্রশংসায় অতিরঞ্জন ইত্যাদি খুবই অপছন্দ করতেন। তাই এমন একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে কবি জারির অনুমতি না পেয়ে এই কবিতার মাধ্যমে খলিফার কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন।
 
ইয়ামামাতে অনেক অভাবী ও এলোকেশী বিধবা রয়েছে এবং এমন অনেক অনাথ রয়েছে, (অভাব-অনাহারে) যাদের কণ্ঠস্বর এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
 
ওই অনাথ ও অসহায় লোকেরা তাদের পিতৃহারার অভাব মেটানোর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বলে মনে করে। তারা সেই পক্ষীশাবকের ন্যায়, যে নীড়ে (মায়ের আনা খাবারের অপেক্ষায়) থাকে, ডানা মেলতে পারে না, উড়তেও পারে না।
 
তারা আপনাকে অসহায় ব্যক্তির মতো করে (করুণ স্বরে) ডাকে, যেন তারা জ্বিনের প্রভাবে পাগলপ্রায় অথবা মানুষের চক্রান্তে আক্রান্ত ও দিশেহারা ।
 
(অতঃপর কবি খলিফাকে সম্বোধন করে বলছেন,) যখন মেঘ আশানুরূপ বৃষ্টি বর্ষণ করে না, তখন আমরা খলিফার কাছে আশা করি যে-রূপ অনুগ্রহ আমরা বৃষ্টির কাছে আশা করেছিলাম।
 
তিনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন, যা তাঁর ভাগ্যে নির্ধারিত ছিল। যেমন মুসা (আঃ) নিজ প্রভুর কাছে এসেছিলেন, যা তাঁর ভাগ্যে (লেখা) ছিল।
 
এই বিধবাদের অভাব, এদের প্রয়োজন সব আপনিই পূরণ করেছেন। তাহলে এই বিপত্নীকের অভাব-অনটনের কথা (আপনি ছাড়া) আর কে মনে রাখবে?! 

অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম 



كم باليمامة من شعثاء
جرير بن عطية التميمي

كم باليمامة من شعثــــــاء أرملة            ومن يتيم ضعيف الصـــــوت والنظر

ممن يَعُدُّك تكفي فقد والده               كالفرخ في العش لم ينهض ولم يطرِ

يدعوك دعوة ملهوف كأن به             خبلاً من الجن أو مساً من البشرِ

إِنا لنرجو إِذا ما الغيث أخلفنا            من الخليفة ما نرجو من المطرِ

أتى الخلافة إِذ كانت له قدراً             كما أتى ربه موسى على قدرِ

هذي الأرامل قد قضيت حاجاتها         فمن لحاجة هذا الأرمل الذكـرِ

No comments:

Post a Comment