Wednesday 13 July 2022

বিন্দুতে সিন্ধুঃ অনুপ্রেরণা ও উৎসাহের স্ফুরণ - গ



আমরা বলি দুষ্টু খোকা
            আমরা বলি চঞ্চল
নিষ্পাপ তার মুখের হাসি
            একশ তার পুণ্যফল।
 
 
আপনি আপনার পিতা অপেক্ষা অধিক সফল ব্যক্তি হতে পারেন।
কিন্তু কখনো কি আপনার পিতার পিতা হতে পারবেন?
তাহলে শিক্ষকের শিক্ষক সাজতে যান কেন?!
 
 
বন্ধুর ব্যর্থতায় দুঃখ পান?
বন্ধুর ব্যর্থতায় মনে মনে আনন্দ পান?
বন্ধুর আনন্দে আনন্দ পান?
বন্ধুর আনন্দে মনে মনে দুঃখ পান?
নিজের মনকে প্রশ্ন করুন, নিজেকে চিনতে পারবেন।
 
 
দেহ ও মনকে সজীব করে তোলে—
লক্ষ্যে পৌঁছানোর বাসনা
 
 
নিজের কৃতকর্মগুলি মনের আয়নায় দেখুন আর নিজেই নিজের বিচার করুন—
যদি ভালো মানুষ হতে চান।
 
 
আপনার বহু প্রশ্নের উত্তর নিহিত আছে প্রশ্নের মধ্যেই।
একটু যত্ন, একটু অনুরাগ সহ খুঁজুন।
 
 
আপনার মনের রুদ্ধ দারগুলি উন্মোচিত হতে পারে—
কোন একটি বইয়ের অধ্যয়নে। 
একবার যাচাই করে তো দেখুন। 
 
 
হিসেবনিকেশ হবে
স্রষ্টা আপনাকে যে সম্পদ প্রদান করেছেন আপনি তার কতটা সদব্যবহার করেছেন?
এমনকি হিসেব হবে
তিনি আপনাকে যে বোধ-ক্ষমতা দিয়েছেন আপনি তা কীভাবে ব্যবহার করেছেন?
 
 
অভাব ও স্বচ্ছলতা দু’টি স্রোত।
বিপরীতমুখী নয়, পরস্পরের সঙ্গী।
প্রস্তুত থাকুন, আপনাকে ছোঁবেই তারা।
 
 
নিজের দৃষ্টিতে ‘ছোট’ হয়ে যাওয়া মানে অন্যের দৃষ্টিতে ‘ছোট’ হওয়া।
অতএব এমন কিছু করবেন না, যা আপনাকে আপনার দৃষ্টিতে ‘ছোট’ করে দেবে।
 
 
কণ্টকময় কাণ্ডের অগ্রেই প্রস্ফুটিত হয়—
বসরাই গোলাপ।
 
 
লক্ষ্যে পৌঁছানোর আকুলতা সাফল্যের নামান্তর।
 
 
সাফল্যের আনন্দ ও ব্যর্থতার বেদনা, এদু’য়ের প্রকাশ স্পষ্ট করে দেয়—
‘আপনি কেমন মানুষ?’
 
 
সুযোগ তো রয়েছে।
তবে আপনার মনে আকাঙ্ক্ষা আছে কি?
 
 
আপনি যদি সদা অন্যের দোষ-ত্রুটি অন্বেষণে ব্যস্ত থাকেন—
তাহলে আত্মসমিক্ষা ও আত্মসমালোচনার সময় পাবেন কীভাবে?
 
 
—আপনার কাছে সময় আছে?
—হ্যাঁ।
—সাহসও আছে?
—হ্যাঁ।
—তাহলে ভয় কীসের, লড়তে থাকুন। জয়ী আপনি হবেনই।
 
বিন্দুতে সিন্ধু – গ   
আব্দুল মাতিন ওয়াসিম

No comments:

Post a Comment