Sunday 16 February 2020

আব্দুল মাতিন ওয়াসিমঃ ভালোবাসা


ভালোবাসা
আব্দুল মাতিন ওয়াসিম

ঘুরে ফিরে আসি তোমার দ্বারে,
বার বার আসি, শতবার আসি।
নদীর মতো আঁকাবাঁকা পথ বেয়ে
প্রতিটি বাঁকের কোণে ধাক্কা খেয়ে
মন্থর হয় গতি, তবুও আসি।


এ পাড় ভাঙ্গে ও পাড় গড়ে
থেমে থাকে না স্রোত
বয়ে যায় নিজ লক্ষ্যে
মাঠ ঘাট সব পেরিয়ে
বন জঙ্গল ডিঙিয়ে
পৌঁছে যায় গন্তব্যে
মিশে যায় সাগরে।


আমিও থেমে থাকি না
ছুটে চলি, তোমার পানে
মনের সব আবেগ
বুকের চাপা কষ্ট
সব কিছু নিয়ে ছুটি
হাঁটি, হামাগুড়ি দিই
কখনো দৌড়াই
ইচ্ছে যে একটাই--
তোমার বুকে মাথা রেখে
কোন একদিন হারিয়ে যাব
তোমার মনের গভীরে !


০৬ ফেব্রুয়ারি ২০১৭ 
কলকাতা - ৭০০০৩৯ 

2 comments:

  1. কবির ইচ্ছা পূরণ হোক, এই কামনা। 😊

    ReplyDelete
  2. Masha Allah .very very nice .

    ReplyDelete