Monday 3 February 2020

অ্যাডোনিসঃ অন্তর্দৃষ্টি



অন্তর্দৃষ্টি
মূল- অ্যাডোনিস, সিরিয়া
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

ব্যাবিলন, হে আগুন ও রহস্যের শহর
পোড়া কাঠের মুখোশ পরে
তুমি গোপন করো নিজ পরিচয়;
আমি অপেক্ষা করছি ঈশ্বরের
যে ঈশ্বর হাজির হবে
গায়ে জড়িয়ে আগুণের চাদর   
এবং গলায় মুক্তোর মালা
যা সমুদ্রের ফুসফুস ঝিনুক থেকে চুরি করা
আমি অপেক্ষা করছি সেই ঈশ্বরের;  
যে নিজেই বিহ্বল, দ্বিধাগ্রস্ত 
রাগ করে, কাঁদে, নত হয় এবং দীপ্তি ছড়ায়;   
তোমার মুখমণ্ডল, হে মিহ্‌ইয়ার
বহন করছে সেই ঈশ্বরের আগমনবার্তা।            

হলুদ গম্বুজে রাখা
ছেঁড়াফাটা-জীর্ণ বইগুলোয় চোখ রেখে
আমি দেখতে পাচ্ছি—
হাওয়ায় ভাসছে একট ফুটো শহর
সিল্কের দেয়াল এবং একটি নিহত নক্ষত্র   
দোল খাচ্ছে সবুজ বোতলের ভেতর;  
আরও দেখতে পাচ্ছি, একটি কান্নার মূর্তি
বিচ্ছিন্ন অঙ্গসমূহ নিয়ে ভূলুণ্ঠিত হয়ে আছে
রাজপুত্রের দরবারে



رؤيا
تَقنّعي بالخشَبِ المحروقْ
يا بابلَ الحريقِ والأسرارْ،
أنتظرُ الله الذي يجيءْ
مُكْتسياً بالنّار
مُزَيناً باللؤلؤ المسروقْ
من رئةِ البحرِ من المحارْ؛
أنتظرُ الله الذي يحارْ
يغضبُ يبكي ينْحني يُضيءْ -
وجهكَ يا مهيارْ
يُنْبئُ بالله الذي يجيءْ.




رؤيـا
ألمح بين الكتب الذليلهْ
في القبّة الصفراء
مدينةٌ مثقوبة تطيرْ
ألمح جدراناً من الحريرْ
ونجمةً قتيله
تسبح في قارورةٍ خضراء.
ألمح تمثالاً من الدّموعْ
من خزَف الأشلاءْ والرّكوع
في حضرة الأميرْ.


[কর্ণ, জানুয়ারি ২০২০ সংখ্যায় প্রকাশিত] 

No comments:

Post a Comment