Friday 28 February 2020

আব্দুল মাতিন ওয়াসিমঃ ফরিয়াদ



ফরিয়াদ
আব্দুল মাতিন ওয়াসিম

তোমাকে এভাবে জ্বলতে দেখে
দম বন্ধ হয়ে আসছে আমার
রুদ্ধ প্রায় ধমনীর প্রবাহ
থেঁতলে যাচ্ছে ভেতরের সব শিরা-উপশিরা  
ঝাপসা হয়ে বুজে আসছে  দু’চোখের পাতা    
সমস্ত রকম ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে
আজ আমি জ্বলছি, পুড়ছি। আর আমার শরীর
ক্রমশ হয়ে আসছে নিস্তেজ;
যদি এভাবে অস্থিরতা বুকে নিয়ে মৃত্যু হয় আমার
তাহলে আমার এই দেহ তুমি রোপে দিও
কোনো বৃক্ষচারার ন্যায় এ মাটির বুকে কোথাও    
যাতে বহু বছর বাদে আমার কপালে, হাতে বা বুকে  
কোথাও এসে বাসা বাঁধে, আশ্রয় নেয় কোনো এক পাখি!

২৭-০২-২০২০
কোলকাতা- ২৩ 

No comments:

Post a Comment