Wednesday 30 January 2019

আব্দুল মাতিন ওয়াসিম - আশংকা


 আশংকা 

আব্দুল মাতিন ওয়াসিম

মেয়েটি দেখতে বেশ ভালোই। তবে, লেখাপড়ায় আগুন। উচ্চমাধ্যমিকে নজর কাড়া ফলাফল। মুসলিম। বাবা গরীব। এলাকা রক্ষণশীল। সব প্রতিকূলতাকে জয় করে পিতা কোচিং-এর ব্যবস্থা করলেন। মেয়েটি বাবার আশা পূর্ণ করল। ডাক্তারি পড়তে চলে এলো কোলকাতায়। তৃতীয় বছরের মাথায় এক হিন্দু ছেলের সঙ্গে পালিয়ে গেল। গরীব পিতার একমাত্র মেয়ে। আর ছেলেটি এক বিশেষ সংগঠনের সদস্য। 

দুঃখের বিষয়, ঐ গ্রাম থেকে বহু বছর আর কোনও মেয়ে কোলকাতায় পড়তে আসেনি...



No comments:

Post a Comment