Sunday 3 February 2019

বুলান্দ আল্‌-হায়দারিঃ ভুল পদক্ষেপ


শীতের তীব্রতায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে প্লাটফর্মটা
বেড়ালের মতো মিউমিউ শব্দে বইছে ঝোড়ো হাওয়া
রেললাইনের উপরে, দুলছে একখানা প্রাচীন প্রদীপ
আর সেই প্রদীপের আলোয়
দুলে দুলে উঠছে আমাদের দ্বেষী গ্রামটা!  
সত্যিই তো, শহরে গিয়ে কী করব আমি...?
সেও প্রশ্ন করল
“কী করবে শহরে গিয়ে তুমি...!
শহরের সুবিশাল রাজপথে
বিফলে যাবে তোমার প্রতিটি নির্বোধ পদক্ষেপ
গ্রাস করবে তোমায় অন্ধ গলিপথ
আর রাতের অন্ধকারে
তীব্র হতে থাকবে  আশা-হতাশার দ্বন্দ্ব
তোমার পাষাণ হৃদয়ে;
তুমি কী করবে শহরে...
একাকী, সঙ্গীহীন 
সেই শহরে না আছে তোমার কোনো বন্ধু
আর না আছে কোনো আপনজন!”   
সে হাসল একবার
আমার দিকে তাকিয়ে, ব্যঙ্গাত্মক হাসি
আর আমি অপেক্ষা করতে লাগলাম
ট্রেনে চেপে শহর পাণে যাত্রা করার। 
সেও রওয়ানা দিল
আমিও রওয়ানা দিলাম; 
আর জানালার কাঁচের ও-প্রান্তে
ছুটতে লাগল গ্রামগুলি, কখনো দেখা দিচ্ছিল তারা 
তো কখনো ডুবে যাচ্ছিল বালুময় প্রান্তরে;
আর আমি অপেক্ষায় ছিলাম
শহরের সাথে, দিনের আলো দেখার। 

  
কেটে গেছে বহু বছর
আমার চোখের সামনেই বিভীষিকাময় হয়ে উঠেছে
অন্ধকার রাতগুলো  
তীব্রতর হয়েছে মেঘের পিপাসা
এখন ফিরে যাব কার জন্য...!   
গ্রামের জন্য?
না সেই ধারালো শীতের জন্য
যার তীক্ষ্ণতায় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল প্লাটফর্মটা?
না সেই ছোট্ট দীপশিখার জন্য
যার তোড়ে অবিরাম দুলছিল আমার দ্বেষী গ্রামটা?  
নাকি লজ্জা-অপমানে আত্মহত্যা করা নারীদের জন্য?
না, আমি আর ফিরব না।  
কেন ফিরে যাব আমি? কার জন্য ফিরে যাব?
আমার গ্রামও তো এখন শহর হওয়ার পথে!
প্রতিটি বাঁকে, প্রতিটি প্রান্তে আলো
মাঠ-ঘাট-হাট সব ঝলমল করছে
নতুন প্রদীপের আলোয়। 
আর সেই আলোই একদিন
চিৎকার করে আমায় বলবে
তুমি কী চাও বলো তো...?
কী চাও তুমি এখানে, হে বিতাড়িত ছায়া...?  
তাইতো, আমি কী চাই!
এখানে কেউ তো আমায় চেনে না
আমিও যে কাউকে চিনি না
এখানকার কিছুই যে মনে করতে পারছি না
আমাকেও তো কেউ মনে করতে পারছে না...! 
নাহ্‌, শহরের সুবিশাল রাজপথেই এগিয়ে যাব আমি
গুটিগুটি পায়ে, আর এভাবেই হয়তো কোনো একদিন  
হারিয়ে যাব কোনো অন্ধগলির অন্ধকারে!
তবুও ফিরব না গ্রামে, কখনোই ফিরব না
কার জন্য ফিরব...!  
আমার গ্রামও যে এখন শহর...
হ্যাঁ, আমার গ্রামও !   


[বুলান্দ আক্‌রাম আল্‌-হায়দারি (১৯২৬ - ১৯৯৬)বামধারার এক প্রগতিশীল কবি ছিলেন তিনি।  সমসাময়িক অন্যান্য তরুণ কবি-সাহিত্যিকদের মতোই যৌবনেই কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন।  ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ অপেক্ষা সেক্যুলার বামধারার প্রগতিশীল চিন্তা-চেতনায় অধিক প্রভাবিত ছিলেন  ১৯৫৮ সালে রাজতন্ত্রের অবসানের পর ইরাকে যখন সাদ্দামের বা পার্টি ক্ষমতায় আসল, হায়দারি তখন এই নব্য জাতীয়তাবাদী একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন  কারণেই ইরাক-প্রশাসন তাঁর মৃত্যুদণ্ডের আদেশও দেয়। কিন্তু এক অদৃশ্য ইশারায় মৃত্যুদণ্ড কার্যকর করার পাঁচ মিনিট আগে তাঁকে প্রাণভিক্ষা দেওয়া হয়। কিছুদিন পরে চলে যান লেবাননে শুরু হয় এক অনন্ত প্রবাসজীবন। প্রায় পনেরো বছর ছিলেন সেখানে শেকড়ের টানে ১৯৭৭ সালে আবার ফিরে আসেন ইরাকে। কিন্তু বেশিদিন থাকতে পারেননি প্রাচ্যের এই শীরায-এ। ১৯৮০- শুরুর দিকে আবারও পা বাড়ান প্রবাস জীবনের দিকে, তবে এবার লন্ডনে এবং আমৃত্যু লন্ডনেই ছিলেন লন্ডনেই ১৯৯৬- ৬ই আগস্ট মঙ্গলবারে, ৭০ বছর বয়সে ব্রোম্পটন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর কবিতার মূল সুর ছিল বামপন্থী মানবতাবাদ আর এক্ষেত্রে নাযিম হিক্‌মাত (তুরস্ক), পাবলো নেরুদা (চিলি), লুইস আরাগঁ পল এলুয়ার্দ (ফ্রান্স) এবং ফেদেরিকো গার্সিয়া লোরকা (স্পেন)-দের সঙ্গে তাঁর তুলনা করা হয় এর পাশাপাশি, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ছিল তাঁর কবিতার আর একটি কেন্দ্রীয় বিষয়। তাঁর কবিতায় ফুটে উঠেছে মূলত তৃতীয় বিশ্বের মানুষদের জীবনযাপনের হাল হকিকত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আর জীবনের প্রতি করুণ আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে গেছে তাঁর কবিতায়।]  

[কর্ণ, জানুয়ারি ২০১৯-য়ে প্রকাশিত] 



الخطوة الضائعة
بلند الحيدري - العراق 

كان الشتاء يجر أرصفة المحطه
وتموء عاصفة كقطه
وعلى الطريق
يهتز فانوس عتيق
فيهز قريتنا الضنينه
ماذا سأفعل في المدينه … ؟
وسألتني :
ماذا ستفعل في المدينه … ! ؟
ستضيع خطوتك الغبية في شوارعها
الكبيرة
ولسوف تسحقك الازقات الضريرة
ولسوف
ينمو الليل في أعماقك الصماء أملا حزينه
ماذا ستفعل في الـ ……
وبلا صديق
لا
ليس في تلك المدينه من صديق
وضحكت مني
وهزئت مني
وظللت انتظر القطار الى المدينه
ومضيت عني
ومضيت عنك
ومن خلال زجاج نافذة القطار
مرت قرى
تطفو
وترسب في الرمال وكنت انتظر النهار
مع المدينه
*
مرت سنون كبرت بعيني الليالي السود والتهبت
غيومك يا دجون
فلمن أعود … !
لقريتي
او للشتاء يحز أرصفة المحطة
او للفوانيس الصغار تهز قريتنا الضنينه
او للنساء المائتات من الحياء
لا
لن أعود
لمن أعود وقرتي أمست مدينه
في كل منعطف ضياء
في كل زاوية ضياء
في كل مرمى خطوة ضوء لمصباح جديد
سيصيح بي :
_ ماذا تريد … ؟ ماذا تريد
يا أيها الظل الشريد
ماذا تريد … ؟
لا شيء يعرفني هنا
لا شيء اعرفه هنا
لا شيء اذكره ولا أشياء تذكرني
هنا
ساجر خطوتي الصغيرة في شوارعها
الكبيرة
ولسوف تسحقني الأزقات الضريرة
لا
لن أعود لمن أعود
فقريتي أمست … مدينه
أمست مدينه

No comments:

Post a Comment