Sunday 19 May 2019

আল-কুরআনের ভাবানুবাদঃ (৮২) সূরাতু আল্‌-ইন্‌ফ়িত়ার (বিদারণ)


৮২) সূরাতু আল্‌-ইন্‌ফ়িত়ার (বিদারণ)
মক্কায় অবতীর্ণ, আয়াত ১৯, রুকু’ ১

 

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আল্লাহ্‌র নামে (শুরু করছি), তিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

إِذَا السَّمَاء انفَطَرَتْ

যখন আকাশ বিদীর্ণ হবে

وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

তখন প্রত্যেকে জেনে যাবে, সে পূর্বে (ভবিষ্যৎ জীবনের জন্য) কী প্রেরণ করে রেখেছে এবং পশ্চাতে কী ছেড়ে এসেছে (ভালো না মন্দ, সৎ না অসৎ কর্ম)।

يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

হে মানুষ, কোন্‌ বিষয়টি তোমাকে তোমার মহান পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত ও উদাসীন করে রেখেছে?

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

যে পালনকর্তা তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

فِي أَيِّ صُورَةٍ مَّا شَاء رَكَّبَكَ

তিনি তোমাকে তাঁর ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন।

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

না, কখনই বিভ্রান্ত হয়ো না; উপরন্তু, তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করো।

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

(তবে মনে রেখো,) তোমাদের উপর তত্ত্বাবধায়ক ও সংরক্ষকগণ নিযুক্ত রয়েছেন;  

كِرَامًا كَاتِبِينَ

তাঁরা অত্যন্ত সম্মানিত, তাঁরা (তোমাদের প্রতিটা কৃতকর্মই) নথিভুক্ত করে রাখছেন।

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

তারা জানেন তোমরা যা কিছু করো।

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

নিশ্চয় সৎকর্মশীলগণ অবস্থান করবেন আনন্দে (অর্থাৎ জান্নাতে)।

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

আর অসৎ ও দুষ্কর্মকারীদের ঠাই হবে গনগনে আগুনের ভেতর (অর্থাৎ জাহান্নামে)।  

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

তারা ওই গনগনে আগুনে প্রবেশ করবে (এবং তার তীব্র দাহকে আস্বাদন করবে) প্রতিদান দিবসে (যে দিন প্রত্যেককে তার কৃতকর্মের বিনিময় প্রদান করা হবে)।

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

তারা তা থেকে (কোনোভাবেই) পৃথক হতে পারবে না।

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

তুমি কি জানো, বিচার দিবস কী?

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

আবারও (বলছি,) তুমি কি জানো, বিচার দিবস কী?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

(বিচার দিবস হল) যে দিন কেউ কারও কোনো উপকার করতে পারবে না; এবং সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতা থাকবে (কেবল মাত্র) আল্লাহ্‌র হাতে।

ভাবানুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

No comments:

Post a Comment