Sunday 2 June 2019

আব্দুয্‌ যাহ্‌রা যাকিঃ অপেক্ষা



অপেক্ষা
আব্দুয্‌ যাহ্‌রা যাকি, ইরাক
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

তুমি অপেক্ষা করো আমার,
ফিরে আসবো একটু পরে’—
বলেছিল সে নিজ প্রেয়সীকে  

শবটা ছুঁড়ে দিল ড্রাইভার
গাড়ির দরজা খুলে;
প্রেয়সীর পূর্বে একখানা বুলেট
ছুঁয়ে গেছে যে তাঁকে।           


[আব্দুয যাহ্‌রাহ যাকি। কবি, লেখক ও সাংবাদিক। ১৯৫৫ সালে ইরাকের বাগদাদে তাঁর জন্ম। লেখালেখিতে সরব আছেন তিন দশকেরও বেশি সময় ধরে। এ পর্যন্ত তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষটি ত্বুগ্‌রাউন্‌-নূরি ওয়াল্‌-মায়ি (আলো ও জলের একটি মনোগ্রাম) ২০০৯ সালে প্রকাশিত হয়েছে]

انتظار
عبد الزهرة زكي

انتظريني،
قال لها..
سأجيء.
يفتح السائقُ باب السيارة
يرمي الجثة.
لقد سبقتْها الرصاصةُ إليه.


1 comment: