Saturday 22 June 2019

আল-কুরআনের ভাবানুবাদঃ (৮৬) সূরাতু আত়্‌-ত়ারিক়্

আল্‌-কুর্‌আনের ভাবানুবাদঃ জুয্‌উ 'আম্মা (আমপারাঃ৩০তম অধ্যায়)


৮৬) সূরাতু আত়্‌-ত়ারিক়্ (রাতে আগমনকারী)

মক্কায় অবতীর্ণ, আয়াত-১৭, রুকু- ১

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আল্লাহ্‌র নামে (শুরু করছি); তিনি পরম করুণাময়অতি দয়ালু!

وَالسَّمَاء وَالطَّارِقِ

১) আকাশের এবং আত়্‌-ত়ারিক়্ (রাতে আগমনকারী নক্ষত্র)-এর শপথ

وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ

২) আত়্‌-ত়ারিক়্ (রাতে আগমনকারী) কী? তার সম্বন্ধে তুমি কী জানো? 

النَّجْمُ الثَّاقِبُ

৩)  আত়্‌-ত়ারিক়্ একটি উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

৪) নিশ্চয় প্রত্যেক জীবের উপর একজন করে তত্ত্বাবধায়ক (ফেরেশ্‌তা মোতায়েন) রয়েছে (যে তার প্রতি নজর রাখে এবং তার ভালো ও মন্দের হিসেব লিখে রাখে)

فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ

৫) সুতরাং মানুষের ভেবে দেখা উচিৎ— কোন্‌ বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

خُلِقَ مِن مَّاء دَافِقٍ

৬) সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত জল থেকে;

يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ

৭) যে জল নির্গত হয় মেরুদণ্ড ও বুকপাঁজরের মধ্য থেকে।

إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ

৮) নিশ্চয় আল্লাহ্‌ তার পুনরাবর্তন ও পুনর্জীবনদানে সক্ষম।

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ

৯) যেদিন সকল গোপন বিষয় (অর্থাৎ সকল কৃতকর্ম) পরীক্ষা করা হবে,

فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

১০) সেদিন তার না কোনো শক্তি থাকবে আর না কোনো সাহায্যকারী

وَالسَّمَاء ذَاتِ الرَّجْعِ

১১) চক্রশীল ও বর্ষণমুখর আকাশের শপথ,

وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ

১২) এবং পৃথিবীর শপথ যা (উদ্ভিদের অঙ্কুরন ও উদ্গারনে) বিদীর্ণ হয়;

إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ

১৩) নিশ্চয় এই বাণী (অর্থাৎ আল্‌-কুর্‌আন) সত্য-মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী;

وَمَا هُوَ بِالْهَزْلِ

১৪) কোনোরকম উপহাস বা বিদ্রূপের বিষয় নয়।

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

১৫) নিশ্চয় অবিশ্বাসী ও অসৎ লোকেরা (তোমার বিরুদ্ধে হে মুহাম্মদ সাঃ) ভীষণ ভাবে চক্রান্ত করছে;

وَأَكِيدُ كَيْدًا

১৬) এবং আমিও কৌশল করি।

فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا

১৭) অতএব কাফেরদেরকে (অর্থাৎ অবিশ্বাসীদেরকে) অবকাশ দাও এবং তাদের সাথে কিছু দিনের জন্য বিনম্র আচার-আচরণ ও লেনদেন করো

No comments:

Post a Comment