Monday 11 November 2019

হজ্জ ও উম্‌রার রুক্‌নসমূহ



হজ্জ ও উম্‌রার রুক্‌নসমূহ
শায়েখ আব্দুল মুহ্‌সিন বিন হাম্‌দ
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম 

হজ্জ ও মরার রুক্‌ন হল ওই সব আমল ও কাজ, যেগুলো হজ্জ ও মরায় সম্পাদন করা অপরিহার্য।  সেসবের পরিবর্তে অন্য কোনো কাজ সম্পাদন করলে তা যথেষ্ট হবে না। অর্থাৎ অন্য কোনো আমল সেগুলির স্থলাভিষিক্ত হতে পারবে না
উম্‌রার রুক্‌ন ৩টি (১) ইহরাম বাঁধা, (২) ়াওয়াফ করা (৩) এবং সায়ি করা আর এই রুকনগুলি হজ্জেরও রুকনতবে হজ্জের ক্ষেত্রে আরেকটি (৪র্থ) রুকন হল, আরাফার ময়দানে অবস্থান করা

(১) ইহরাম হজ্জ বা উম্‌রা শুরুর নিয়েত ও সংকল্প করা মনে মনে নিয়েত না করলে ইহরাম সম্পন্ন হবে না কারণ রাসূল (সা) বলেছে, প্রত্যেকটি কাজ নিয়েতের উপর নির্ভরশীল এবং প্রত্যেকেই তার নিয়েত অনুযায়ী প্রতিফল পাবে।”[1] [বুখারী হা/১, মুসলিম হা/৪৯২৭, উমার ইব্‌নুল খাত্ত্বাব (রা) থেকে বর্ণিত] ব্‌নুল্‌ মুন্‌যির (রাহ) বলেছে, “সবাই এ বিষয়ে একমত যে, কেউ হজ্জের তালবিয়া পড়তে গিয়ে ভুল করে মরার তালবিয়া পড়ে ফেলে অথবা মরার তালবিয়া পড়তে গিয়ে ভুল করে হজ্জের তালবিয়া পড়ে ফেলে, সেক্ষেত্রে তার অন্তরের সংকল্প অর্থাৎ নিয়েতকেই ভিত্তি করা হবে; মৌখিক উচ্চারণকে নয়।” [ইজমা/৫৫]

(২) তাওয়াফ— এটি দ্বিতীয় রুকন। অর্থ, কা’বা ঘরের প্রদক্ষিণ ও পরিক্রমা করা। হজ্জের ক্ষেত্রে ়াওয়াফ ইফা়াহ্‌ রুক্‌ন। যেটি আরাফা এবং মুযদালিফা থেকে ফিরে এসে করা হয় মহান আল্লাহ বলেছে, “তারা যেন এই সুসংরক্ষিত গৃহের ত়াওয়াফ করে।”[2] [সূরা আল্‌-হাজ্জ ২৯] মা আয়েশা (রা) বর্ণনা করেছেন, আমরা নবী (সা)-এর সাথে হজ্জ করলাম মুযদালিফা থেকে ফিরে কুরবানীর দিন সাফিইয়া (রা) ঋতুবর্তী হয়ে গেলেন একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে যা কামনা করে, রাসূল (সা)-সাফিইয়ার কাছ থেকে তা-ই কামনা করলেন আমি বললাম, আল্লাহ্‌র রাসূল! উনি তো ঋতুবর্তীরাসূল (সা) বললেন   কি, সে তো আমাদেরকে আটকে দিল?’ বলা হল, আল্লাহ্‌র রাসূল! সে কুরবানীর দিনে ঋতুস্রাব আসার আগেই ়াওয়াফ ইফা়াহ্‌ সম্পন্ন করে ফেলেছে শুনে রাসূল (সা) বললেন, এবার তাহলে তোমরা মক্কা ত্যাগ করো।”[3] [বুখারী হা/১৭৩৩, মুসলিম হা/৩২২৩]  
রাসূল (সা)-এর উক্তি সে তো আমাদেরকে আটকে দিল?” অর্থাৎ, সে পবিত্র হয়ে ়াওয়াফ ইফা়াহ্‌ করা পর্যন্ত আমাদেরকে মক্কাতে আটকে দিল? ইব্‌নু ক়ুদামাহ্‌ (রাহ) বলেছে, “ত়াওয়াফ ইফা়াহ্‌ হজ্জের একটি রুকনএটি সম্পাদন না করলে হজ্জ পূর্ণ হবে না এবং এ বিষয়ে কেউ দ্বিমত করেছে বা কোনো মতানৈক্য আছে বলে আমার জানা নেই কেননা মহান আল্লাহ বলেনছে, “তারা যেন এই সুসংরক্ষিত গৃহের ত়াওয়াফ করে।”[4] [সূরা আল্‌-হাজ্জ ২৯] ইব্‌নু আব্দিল বার্ (রাহ) বলেছে, এটি হজ্জের ফরযসমূহের একটিএবিষয়ে ওলামাদের মধ্যে কোনো মতানৈক্য নেই।” [আল্‌-মু়্‌নী, ৫/৩১১]
উম্‌রার ক্ষেত্রে, মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে ত়াওয়াফ করা হয়, সেটিই হচ্ছে উম্‌রার রুকন আল্লামা ইব্‌নু রুশ্‌দ এ মর্মে বলেছে, “সবাই এ বিষয়ে একমত যে, ়াওয়াফ ়ুদূম (অর্থাৎ মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে ত়াওয়াফ করা হয়) ব্যতীত অন্য কোনো ়াওয়াফ মরাকারীর উপর অপরিহার্য নয়।” [বিদায়াতুল মুজ্‌তাহিদ ১/৩৪৪]ইব্‌নু ক়ুদামাহ্‌ (রাহ) ়াওয়াফ ইফা়াহ্‌ যে হজ্জের রুকন একথা প্রমাণ করতে গিয়ে বলেছে, আর হজ্জ যেহেতু দুই ইবাদত (হজ্জ এবং মরা)-এর মধ্যে একটি, সেহেতু মরার মত সেখানেও ়াওয়াফ একটি রুক্‌।” [আল্‌-মু়্‌নী, ৫/৩১২]
উল্লেখ্য যে, উম্‌রা-এর আভিধানিক অর্থ হল ভ্রমণ ও পরিদর্শন করা শরিয়তের পরিভাষায় উম্‌রা হল কাবা ঘরের ত়াওয়াফ অর্থাৎ প্রদক্ষিণ ও পরিক্রমা করার উদ্দেশ্যে এবং স়াফা-মারওয়ায় সায়ি করার উদ্দেশ্যে কা‘বা ঘরের ভ্রমণ ও পরিদর্শন করা রাসূল (সা) উম্‌রাতুল্‌ ক়াযা ও জিরানাহ্‌-এর উম্‌রাতে কাবা ঘরের ়াওয়াফ করেছেন এবং স়াফা-মারওয়ায় সায়ি করেছেম্‌ইব্‌নু দীনার বর্ণনা করেছেন, আমরা ইব্‌নু উমার (রা)-কে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি উম্‌রাতে কাবা ঘরের ়াওয়াফ করেছে, কিন্তু স়াফা-মারওয়ায় সায়ি করেনি, সে কি স্ত্রী সহবাস করতে পারে?” উত্তরে তিনি বললেন, রাসূল (সা) মক্কায় আগমন করে কাবা ়াওয়াফ (অর্থাৎ সাত বার পরিক্রমা) করেছেন, মাক়ামুব্‌রাহীম-এর পেছনে দু’ রাকআত সালাত আদায় করেছেন এবং স়াফা-মারওয়ায় সায়ি করেছেন (অর্থাৎ সাত বার মন্থর গতিতে দৌড়েছেন)এবং রাসূল (সা)-এর (কৃতকর্মসমূহের) মধ্যেই তোমাদের জন্য উত্তম নমুনা ও আদর্শ রয়েছে।”[5] [বুখারী হা/১৭৯৩, মুসলিম হা/২৯৯৯]

(৩) সা‘য়ি করা— উম্‌রার ক্ষেত্রে সা‘য়ি করতে হবে ়াওয়াফের পরে যেমনটি রাসূল (সা)-এর উম্‌রাতুল্‌ ক়াযা ও জিরানাহ্‌-এর উম্‌রাতে এবং ইব্‌নু উমার (রা)-এর হাদিসে উল্লেখিত হয়েছে তবে তামাত্তু হজ্জ-পালনকারীকে়াওয়াফ ইফা়াহ্‌-এর পরে সায়ি করতে হবে এবং ক়িরান ও ইফ্‌রাদ হজ্জ আদায়কারী ়াওয়াফ ়ুদূম অথবা ়াওয়াফ ইফা়াহ্‌ পরে সায়ি করবে যদি়াওয়াফ ়ুদূম-এর পরে সায়ি না করে থাকে, তবে তাকে ়াওয়াফ ইফা়াহ্‌-এর পরে অবশ্যই সায়ি করতে হবে মহান আল্লাহ বলেছে, “নিঃসন্দেহে স়াফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনসমূহে অন্যতম সুতরাং যারা কাবা ঘরের হজ্ বা উমরা পালন করে, তাদের জন্য এ দুটি স্থান (স়াফা ও মারওয়া) প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই।”[6] [সূরা আল্‌-বাক়ারাহ্‌ ১৫৮] রাসূল (সা) বলেছে, হে মানবমণ্ডলী! তোমরা সায়ি করো কেননা সায়ি তোমাদের উপর ফরয করা হয়েছে।”[7] [দারাক়ুত়নী, ২/২৫৫][8] মা আয়েশা (রা) বলেছে, “স়াফা-মারওয়ায় সায়ি না করা পর্যন্ত আল্লাহ কারো হজ্জ বা উম্‌রা কোনোটাই পূর্ণ করবেন না।”[9] [বুখারী হা/১৭৯০, মুসলিম হা/৩০৮০] এই আসারটির শব্দগুলো ইব্‌নু জারীর (রাহ) সূরা বাক়ারাহ্‌র ১৫৮ নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এভাবে উল্লেখ করেছে, আয়েশা (রা) বলেছে, যে ব্যক্তি স়াফা-মারওয়ায় সায়ি করল না, সে মূলতঃ হজ্জই করল না কেননা মহান আল্লাহ বলেছে, “নিঃসন্দেহে স়াফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনসমূহে অন্যতম।”[10] [সূরা আল্‌-বাক়ারাহ্‌ ১৫৮] ইব্‌নু জারীর (রাহ)-এর এই বর্ণনার সূত্র বা সনদ বুখারী ও মুসলিমের শর্ত সাপেক্ষ
সকলের ঐকমত্যের ভিত্তিতে এ তিনটি অর্থাৎ ইহরাম বাঁধা, ়াওয়াফ করা এবং সায়ি করা হজ্জ ও উম্‌রার রুক্‌ন সায়ির ক্ষেত্রে মতানৈক্য থাকলেও অধিকাংশ ওলামা ও বিদ্বানদের মতানুসারেটা রুক্‌ন

(৪) আরাফায় অবস্থান করা— হজ্জের চতুর্থ রুক্‌ন হল আরাফায় অবস্থান করা (এটা শুধুই হজ্জের; উম্‌রার ক্ষেত্রে প্রযোজ্য নয়) মহান আল্লাহ বলেছে, তঃপর যখন তোমরা আরাফা থেকে ফিরে আসবে।”[11] [সূরা আল্‌-বাক্বারাহ্‌ ১৯৮] আর আরাফায় অবস্থান করার পরেই তো সেখান থেকে ফিরে আসার ব্যাপারটা আসবে আরাফায় অবস্থান করা হজ্জের এমন একটি রুকন যে, সেটা ছুটে গেলে হজ্জই হবে না কেননা আব্দুর রহমান বিন ইয়া‘মুর (রা) বর্ণনা করেছেন, আমি রাসূল (সা)-কে আরাফায় অবস্থান করতে দেখেছি তিনি সেখানে অবস্থান করছেন এমন সময় নাজ্‌দের কিছু লোক তাঁর কাছে এসে বলল, আল্লাহ্‌র রাসূল! হজ্জ কীভাবে করবো? নবী (সা) বললেন,আরাফায় অবস্থান করাই হজ্জ অতএব যে ব্যক্তি মুয্‌দালিফার রাতে ফজরের পূর্বে এখানে উপস্থিত হল তার হজ্জ পূর্ণ হয়ে গে।”[12] [সুনান আরবা‘আহ্‌, হাদিসের শব্দগুলো ইব্‌নু মাজাহ্‌র, হা/৩০১৫][13] ইবনুল মুন্‌যির (রাহ) মন্তব্য করেছেন, সবাই এ বিষয়ে সহমত পোষণ করেছেন যে, আরাফায় অবস্থান করা ফরয কেউ যদি আরাফায় অবস্থান করতে না পারে বা ছুটে যায় তার হজ্জই হবে না।” [ল্‌-ইজ্‌মা/৬৪]



[1]
«إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى»
[2]
﴿ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴾
[3]
حججنا مع النبي صلى الله عليه وسلم فأفضنا يوم النحر، فحاضت صفية، فأراد النبي صلى الله عليه وسلم منها ما يريد الرجل من أهله، فقلت: يا رسول الله! إنها حائض، قال: حابستنا هي؟ قالوا: يا رسول الله! أفاضت يوم النحر، قال: اخرجوا  
[4]
﴿ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴾ 
[5]
سألنا ابن عمر رضي الله عنهما عن رجل طاف بالبيت في عمرة ولم يطف بين الصفا والمروة: أيأتي امرأته؟ فقال: قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا، وصلّى خلف المقام ركعتين، وطاف بين الصفا والمروة سبعا، وقد كان لكم في رسول الله أسوة حسنة  
[6]
﴿ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ ﴾
[7]
«يَا أَيُّهَا النَّاسُ اسْعَوْا فَإِنَّ السَّعْيَ قَدْ كُتِبَ عَلَيْكُمْ»
[8] দারাক়ুত়নী সূত্রে বায়হাক়ীহাদিসটি বর্ণনা করেছেন ৫/৯৭ মারূফ ইব্‌নু মুশকান ব্যতীত দারাক়ুত়নী বর্ণনাকারীগণ সবাই স়িক়াহ্‌ অর্থাৎ নির্ভরযোগ্য মারূফ সম্পর্কে ইব্‌নু হাজার (রাহ) তাঁর প্রসিদ্ধ ‘তাক়রীবুত্‌ তাহ্‌যীব’-এ বলেছে, তিনি ‘স়ুদূক্ব’ অর্থাৎ বিশ্বস্ত অতএব, হাদিসটির সনদ ‘হাসান’ ইমাম নববী (রাহ) এটিকে ‘হাসান’ বলেছেন (আল্‌-মাজ্‌মূ ৮/৮২) এবং মিয্‌যী ও ইবনু আব্দিল হাদী ‘সাহীহ’ বলেছেন শায়খ আলবানী (রাহ) প্রণীত ‘ইর্‌ওয়াউল্‌ গ়ালীল’-এর ১০৭২ নং হাদিসের অধীনে হাদিসটির আরো কয়েকটি সনদ বা বর্ণনাসূত্র উল্লেখিত হয়েছে
[9]
«مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ وَلَا عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ»
لعمري! ما حجّ منْ لم يسع بين الصفا والمروة؛ لأن الله تبارك وتعالى يقول: ﴿ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ ﴾ [البقرة: ١٥٨]
﴿فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ ﴾
« شهدت رسول الله صلى الله عليه وسلم وهو واقف بعرفة وأتاه ناس من أهل نجد فقالوا: يا رسول الله! كيف الحجّ؟ قال: الْحَجُّ عَرَفَةُ، فَمَنْ جَاءَ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ لَيْلَةَ جَمْعٍ، فَقَدْ تَمَّ حَجُّهُ »
[13] হাদিসটি সাহিহ। বুকাইর ইব্‌নু ‘আত়া নামক বর্ণনাকারী ব্যতীত হাদিসটির সনদ বুখারী ও মুসলিমের শর্ত সাপেক্ষ বুকাইর হচ্ছেন স়িক়াহ্‌ অর্থাৎ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য

No comments:

Post a Comment