Sunday 14 January 2018

আব্দুল মাতিন ওয়াসিমঃ প্রকৃত মিসকিন যারা

প্রকৃত মিসকিন যারা
আব্দুল মাতিন ওয়াসিম

যে অস্বীকার করে পরকালকে, তুমি কি দেখেছো তাকে ?
সে-ই তো তাড়িয়ে দেয়, অনাথ শিশুকে
গলা-ধাক্কা দিয়ে
উৎসাহও দেয় না অন্নদানে
কোনো মিস্‌কিন-কে।

আর, অবধারিত হয়েছে দুভোর্গ- 
সে-সকল মুসাল্লিদের তরে
উদাসীন যারা, অমনোযোগী যারা
নিজেদের সালাতে;
যারা পড়ে না নামায, তবে
লোক-দেখানোর উদ্দেশে;
যারা করে না সাহায্য কারো
কোনো ছোট-খাট গৃহসামগ্রীও দিয়ে

[পবিত্র আল-কুরআনের অধ্যায় নং ১০৭ সূরা আল্‌-মাউন (ছোট-খাটো গৃহসামগ্রী)-এর ভাবানুবাদ।]


سورة الماعون

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ                                                                                
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
وَيَمْنَعُونَ الْمَاعُونَ

Related image

No comments:

Post a Comment