Monday 8 January 2018

অনুপ্রেরণাঃ শেখ আল্‌বানি (রাহ)

-আব্দুল মাতিন ওয়াসিম

পরিবার, নানান কারণে জেরবার হয়ে মাতৃভূমি আলবেনিয়া ছেড়েছে। সিরিয়ায় পৌঁছে মাথা গুঁজেছে দামেস্কের এক জীর্ণ কুটিরে।
দুবেলা খাবার জোগাড় করতে তিনি আরম্ভ করলেন ঘড়ি মেরামতের কাজ। শিক্ষার প্রতিও আগ্রহ ছিল প্রবল। তাই সমান তালে চলতে থাকল অধ্যয়ন; নিরলস অধ্যয়ন। কিন্তু কোনো বিদ্যালয়ে নয়; পাশের এক গ্রন্থাগারে। কারণ, দারিদ্য বাধা হয়ে দাঁড়িয়ে ছিল বিদ্যালয়ের পথে।
দীর্ঘ ত্রিশ বছরের অধ্যয়নকে সম্বল করে রচনা করলেন সিলসিলা পরবর্তীতে আরও বহু যুগান্তকারী গ্রন্থ। পরিণত হলেন যুগের এক প্রবাদ-প্রতিম ব্যক্তিত্বে।
তিনি শেখ আলবানি (রাহ)। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ হাদিস-গবেষক।
                                            
[হাদিস- রাসুল সা-এর উক্তি, কর্ম ও মৌনসমর্থনের বিবরণ। হাদিসের বিশ্বস্ততা, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার বিশেষ নিয়মকানুন রয়েছে; সেই শাস্ত্রকে মুস্‌তালাহুল্‌ হাদীস বলে। এই শাস্ত্রের প্রথম সারীর পণ্ডিত ছিলেন ইমাম যাহাবি ও ইব্‌নে হাজার (রাহ)। শেখ আল্‌বানি সেই ব্যাকরণের ছাঁচে ফেলে প্রস্তুত করেছেন সহিহ্‌ অর্থাৎ বিশুদ্ধ হাদিসগুলির একটি সিরিজ-সিল্‌সিলাতুল্‌ আহাদিস আস্‌-সাহীহাহ্‌ । সেই সঙ্গে, রচনা করেছেন যায়িফ অর্থাৎ দুর্বল ও অপ্রামাণ্য হাদিসগুলির একটি সিরিজ- সিল্‌সিলাতুল্‌ আহাদিস আয্‌-যায়িফাহ্‌ ।]       

Related image

No comments:

Post a Comment