Thursday 24 November 2016

নির্মম অপেক্ষা

নির্মম অপেক্ষা
আব্দুল মাতিন ওয়াসিম

শাদাব। আট বছরের একটি প্রাণবন্ত চঞ্চল কিশোর। কিন্তু, আজ বিকেলে স্কুল থেকে ফিরে কেমন যেন ঝিমোচ্ছে। মা যারিন, ছেলের কপালে হাত দিয়ে দেখলেন, গা’টা জ্বরে পুড়ে যাচ্ছে। বাবা নওশাদ পাশের ফার্মেসি থেকে ওষুধ এনে দিলেন...
রাত একটু গড়াতেই কাঁপুনি দিয়ে জ্বর এসেছে আবার। জ্বরের প্রকোপে কচি শিশুটি অজ্ঞান হয়ে গেছে। নওশাদ ও যারিন উভয়ে অস্থির-দিশেহারা। কী করবেন- কিছুই ঠাহর করতে পারছেন না। একটু থিতু হতেই নওশাদ ফোন করলেন। ফোনের ওপ্রান্ত থেকে সাহায্যের আশ্বাস দিয়ে অপেক্ষা করতে বলা হল।
প্রায় চার ঘণ্টা ধরে অপেক্ষা করছেন বাট্ট দম্পতি। আর, অসহায় দৃষ্টিতে দেখছেন, তাঁদের একমাত্র সন্তান ধীরে ধীরে পাড়ি দিচ্ছে না-ফেরার দেশে...
না, আসেনি। তাঁদের ফোন-আবেদনে আর্মি ক্যাম্প থেকে কোনও সাহায্যই আসেনি।
বাট্ট দম্পতীর বসবাস কাশ্মীরের অনন্তনাগে।    
চলমান সংঘর্ষের বলি এই ছেলেটি...

No comments:

Post a Comment