Thursday 24 November 2016

আব্দুল মাতিন ওয়াসিমঃ নির্ভয়া নারী



 নির্ভয়া নারী 

আব্দুল মাতিন ওয়াসিম


ধর্মে নারী 
কোথাও স্বর্গ, কোথাও স্বর্গের চাবি
আবার কোথাও স্বর্গের সোপান।
 
ইতিহাসে সে 
মুক্তিদাতার জন্মদাত্রী মেরী। 
মানবতার দিশারী মুহাম্মদের (সা) সহযাত্রী 
মা খাদিজা ও মা আয়েশা।
অসহায়-অনাথদের ত্রাতা 
এই তিলোত্তমার মাদার ট্রেসা।
আপামর বাঙালী-মননে 
বিনয়ের মূর্তি মা সারদা। 
   
বিজ্ঞানকে আঁচলে ভরে 
উড়েছে মুক্ত বিহঙ্গে উর্দ্ধ গগনে
মাতৃযতনে লালন করেছে কতশত থিয়োরি 
কুরী-চাওলা-সুনিতা। 

কিন্তু সমাজে আজ 
কি বারাসত, কি দিল্লি, কি কাঠুয়া 
তারা নির্ভয়া, আর নির্ভয়া!   


No comments:

Post a Comment