Thursday 24 November 2016

বলো, এবার তুমিও মিথ্যা বলো

বলো, এবার তুমিও মিথ্যা বলো   
আব্দুল মাতিন ওয়াসিম

না, আর সত্য বলো না।
বাস্তব কী? তা মুখে উচ্চারণও করো না।
তুমিও স্রোতে গা ভাসিয়ে দাও
যেমনটা অনেকে করছে।
ইদানীং সত্য শুনলে যে
অনেকের পিত্তি জ্বলে যায়;  
তাই, আর সত্য বলো না।  

এই একবিংশ শতাব্দীতে  
অনেক কিছুই পালটেছে, 
মানুষ পাড়ি দিচ্ছে মহাকাশে 
নিত্যনতুন আবিষ্কারে 
প্রতিনিয়ত সহজ হয়ে উঠছে জীবনধারণ।
কত নতুন ভাবনা, নতুন আইডিওলজি
চারিদিকে সংঘাতে মত্ত পুরাতনের সাথে,  
তবুও সমাজ ক্রমশ এগিয়ে চলেছে
প্রগতির পথে

তবে, গ্যালিলিও ও কোপার্নিকাসরা
ইবনে তাইমিয়া ও ইবনে হাম্বালেরা
আগের মতোই আজও কট্টরপন্থীদের নিশানায়
ফতোয়া দেয় লাল-নীল-হলুদ-গেরুয়া সকলেই
তার চেয়ে মিথ্যা ঢের ভালো।
স্রোতে গা ভাসিয়ে দেওয়া অনেক শ্রেয়।
তাই মিথ্যা বলোচোখ কান বন্ধ রেখে
লোকে যা বলে তুমিও তা-ই বলো,
মিডিয়া যা শোনায় তা-ই শোনো
ভণ্ড নেতারা যা বলে তা-ই বিশ্বাস করো।

বিশ্বব্যাপী মুসলিম নিধন অব্যাহত,
ইরাক আফগানিস্তান সিরিয়াতে 
চেচেনিয়া বসনিয়া কসোভোতে
পৃথিবীর প্রায় সব প্রান্তে।
মেনে নাও, এসব শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে।
মেনে নাও তুমি, তুমি বানর ছিলে;
শুকরও হতে পারো !   


তপসিয়া, কলকাতা
১২/০৭/২০১৬ 

No comments:

Post a Comment