Monday 31 December 2018

মালালাঃ কিছু কথা কিছু ভাবনা

Image result for malala
মালালাঃ কিছু কথা কিছু ভাবনা 
['আই অ্যাম মালালা' থেকে]

"গ্রামে অতি ভোরে দিন শুরু হয়ে যায়। আমি এমনিতে দেরি করে উঠি। কিন্তু গ্রামে গেলে ভোরের আলো ফোটার সময় মোরগের বাক এবং নাস্তা বানানোর জন্য মহিলাদের থালাবাসন মাজার শব্দে উঠে যেতাম। ভোর বেলায় সূর্যের আলো তোরঘার পাহাড়ের চূড়ায় প্রতিফলিত হতো। ফজরের নামায পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখতাম স্পিনঘারের তুষার চূড়ায় সূর্যের প্রথম রশ্মি জ্বলজ্বল করছে। মনে হতো যেন এক ফর্সা নারী কপালে জুমার টিকা (এক ধরণের স্বর্ণালঙ্কার) পড়ে বসে আছে।"  [পৃষ্ঠা- ৬৫]




পাঠ ও সংগ্রহ- আব্দুল মাতিন ওয়াসিম 

1 comment: