Monday 3 December 2018

প্রেমের নামায


প্রেমের নামায
আব্দুল মাতিন ওয়াসিম

প্রেমেরও বুনিয়াদ সেই একত্ববাদ;
যদিও হানা দেয় মাঝে মাঝে শিরকের ছায়া
কখনো দৃষ্টিতে, তো  কখনো অন্তরে
হয়তো তাই,  অমনোযোগী হয়ে
সে চলে যায় শত মাইল দূরে
প্রেমের মন্দির, প্রেমের উপাসনা থেকে।
ফিরে এসে যখন শুরু করে প্রেমের নামায
কেন জানি না মনে খুব সাধ জাগে ইমাম হবার
তবে, ইমাম তো একজনই হয়- নামাযেরও, প্রেমেরও;
দু’জন ইমাম হলে যে বাতিল হয়ে যায় নামায
নষ্ট হয়ে যায় প্রেমও।
নামাযে যেমন আড়চোখে একে ওকে দেখলে 
ঈষৎ কাঁধ ঘুরিয়ে এধার ওধার তাকালে
কলুষিত হয় নামাযের বিশুদ্ধতা
ভেঙে যায় নিয়েত; ঠিক তেমনই
শিথিল হয়ে পড়ে প্রেমের বন্ধন
ভেঙে যায় বিশ্বাস।
তবে, প্রেমের তসবিহ্‌তে শুধুই দু’টো দানা
আর তাতেই তা হয়ে ওঠে পূর্ণ
যদি কখনো যুক্ত হয় তাতে আরেকটি
নিমেষেই ছিঁড়ে যায় তসবিহ্‌র সুতো
এবং, প্রকৃতি দ্বারা নির্ধারিত রয়েছে
নামাযের মত প্রেমের সময়ও
আদা’র সময় বেরিয়ে গেলে
বেরিয়ে যায় কাযার সময়ও
আর তাই, প্রেমের মূর্তিকে পেতে
অবশেষে সে লুটিয়ে পড়ে ‘তাঁর’ দরবারে
সেও তো জানে, জানে বৈ কি বিশ্বাস করে
এধার-ওধার ছুটে, এর-ওর বন্দনা করে
বরাতে জুটে শুধুই বিড়ম্বনা;
কারণ, প্রেম হোক বা উপাসনা
‘শিরক’ ছুঁয়ে গেলে যে কবুল হয় না।

عبد المتين وسيم

No comments:

Post a Comment